নিউইয়র্ক     সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে এবারের শীতে করোনার ঝুঁকি কম থাকবে, আশা ফাউসির

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২ | ১২:৩২ অপরাহ্ণ | আপডেট: ২৩ নভেম্বর ২০২২ | ১২:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে এবারের শীতে করোনার ঝুঁকি কম থাকবে, আশা ফাউসির

যুক্তরাষ্ট্রে গত বছরের তুলনায় এবারের শীতে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঝুঁকি কম থাকবে। গতকাল মঙ্গলবার এমন আশাবাদ ব্যক্ত করছেন দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তারা। কারণ, করোনার সংক্রমণ মোকাবিলায় গত বছরের চেয়ে এবার প্রস্তুতি ভালো মনে করছেন তাঁরা। খবর নিউইয়র্ক টাইমসের

প্রেসিডেন্ট জো বাইডেনের চিকিৎসাবিষয়ক প্রধান উপদেষ্টা অ্যান্থনি ফাউসি বলেছেন, ‘সংক্রমণ ও টিকাদান—দুই মিলিয়ে পর্যাপ্ত সামাজিক সুরক্ষা তৈরি হয়েছে বলে আশাবাদী প্রশাসন। গত বছর এই সময়ে আমরা যা দেখেছি, এবার আমরা তার পুনরাবৃত্তি দেখতে যাচ্ছি না।’

থ্যাঙ্কসগিভিং উৎসব ঘিরে পরিবারগুলো মিলিত হতে শুরু করেছে। তবে গত বছরের তুলনায় অধিকাংশ আমেরিকানের জন্য এবার করোনাভাইরাস কম ঝুঁকির কারণ হবে বলে মনে করা হচ্ছে। আগের বছর করোনার অমিক্রন ধরনের কারণে সংক্রমণ বিপজ্জনক পর্যায়ে গিয়ে ঠেকে।

ওই সময় প্রেসিডেন্ট বাইডেন আফ্রিকার আটটি দেশ থেকে ভ্রমণ নিষিদ্ধ করেছিলেন। তিনি আমেরিকানদের আতঙ্কিত না হতে বলেন। পরে সামরিক বাহিনীর চিকিৎসা কর্মীদের হাসপাতালগুলোতে নিয়োজিত করেন প্রেসিডেন্ট। কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন, রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হবে।

হোয়াইট হাউসের কোভিড-১৯ রেসপন্স কো-অর্ডিনেটর চিকিৎসক আশীষ কে ঝা বলেন, যতক্ষণ পর্যন্ত আমেরিকানরা টিকা ও বুস্টার নেওয়া অব্যাহত রাখছেন, ততক্ষণ তিনি এই ছুটির মৌসুম নিয়ে আত্মবিশ্বাসী। হোয়াইট হাউসে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, ‘উপধরনগুলোতে আমি এমন কিছুই দেখিনি, যাতে আমাকে মনে করতে হবে যে আমরা আমাদের কাজকর্ম কার্যকরভাবে চালিয়ে যেতে পারব না। বিশেষ করে যদি লোকজন এগিয়ে আসেন এবং নিজেদের টিকাটা নেন।’

এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে। দুই বছর ধরে একের পর এক টিকার প্রচারণায় ক্লান্ত আমেরিকানরা নতুন বুস্টার ডোজ নিতে অনিচ্ছুক। প্রশাসন গত সেপ্টেম্বরে এই বুস্টার দেওয়া শুরু করেছে। এখন পর্যন্ত মডার্না ও ফাইজারের টিকার পরিমার্জিত ডোজের একটি নিয়েছেন মাত্র ৩ কোটি ৫০ লাখ আমেরিকান। অথচ প্রশাসন এর চেয়ে পাঁচ গুণ বেশি মানুষের জন্য টিকার নতুন ডোজ কিনে রেখেছে। করোনায় এখনো প্রতিদিন প্রায় ৩০০ আমেরিকান মারা যাচ্ছেন। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, টিকা ও চিকিৎসার মাধ্যমে এখন করোনাজনিত প্রতিটি মৃত্যুই প্রতিরোধযোগ্য।

শেয়ার করুন