যুক্তরাষ্ট্রের মিশিগানের ক্যালামাজু শহরের তিনটি স্থানে পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত এক শিশুসহ সাতজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
স্থানীয় সময় শনিবার রাতে এসব ঘটনা ঘটে।
বিবিসি জানিয়েছে, ক্যালামাজু শহরের একটি রেস্টুরেন্টের গাড়ি পার্কিংয়ে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হন। অপর আরেকটি গোলাগুলির ঘটনা ঘটে একটি গাড়ি বিক্রয় কেন্দ্রে। এসব ঘটনার সঙ্গে আগের একটি পার্কে গোলাগুলির ঘটনা সম্পৃক্ত বলে জানিয়েছে পুলিশ। ওই ঘটনায় এক নারী গুরুতর আহত হন।
ক্যালামাজু কাউন্টির আন্ডারশেরিফ পল ম্যাটিয়াস বলেন, স্থানীয় সময় শনিবার রাতে ক্রাকার ব্যারেল রেস্টুরেন্টের কার পার্ক, স্লি কিড কার এবং কয়েকটি ফ্লাটে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত সন্দেহে ক্যালামাজুর স্থানীয় পুলিশ ৪৫ বছর বয়স্ক এক ব্যক্তিকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, মানুষ এখনো নিরাপদ নয়। আবারও গোলাগুলি হওয়ার আশঙ্কা আছে। সূত্র: এটিএন বাংলা।