নিউইয়র্ক     মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্র-র চতুর্থ সাহিত্য সভা অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪ | ০৫:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৪ | ০৫:২৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্র-র চতুর্থ সাহিত্য সভা অনুষ্ঠিত

প্রবাহ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাষ্ট্র-র আয়োজনে চতুর্থ সাহিত্য সভা অনুষ্ঠিত হয় ২৬ অক্টোবর নিউইয়ক এর জ্যাকসন হাইটসে। ডঃ আবুল কাশেম এর সভাপতিতবে ও আবদুল হামিদ সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসের বিশিষ্ট কবি তমিজ উদ্দীন লোদী।

কবি তমিজ উদ্দীন লোদী বলেন, কবিতা সামাজিক পরিবর্তনের নিয়ামক। কবিতার চর্চা হাজার বছর ধরে হচ্ছে – কবিতা হারিয়ে যাবে না। সাহিত্য আমাদের মনের সুকুমার বৃত্তিগুলোকে জাগিয়ে তোলে- এ যেন প্রবাহমান নদীর স্রোত । সুর থেকে কবিতাকে বিচ্ছিন্ন করা যায় না। তিনি বলেন স্বৈর শাসকের বিরুদ্ধে ও কথা বলে। কবি তাঁর আলোচনায় “গন মানুষের কবি” দিলওয়ার এর স্মৃতিচারণ করেন এবং তাঁর লেখা পড়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করেন।

মুক্ত চিন্তার লেখক ইমাম চৌধুরী বাস্তবমুখী আমেরিকায় যাপিত জীবন চিত্র নিয়ে স্বরচিত গদ্য পাঠ করেন। নাসিমা আকতার কবি হুমায়ুন আজাদ এর “ভালো থেকো” এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর “অনন্ত প্রেম “ তাঁর সুললিত কন্ঠে আবৃত্তি করেন। আবদুল হামিদ সোহেল আবৃত্তি করেন কবি ফররুখ আহমদ এর “সাত সাগরের মাঝি” এবং তাঁর স্বরচিত ছড়া “ছত্রিশ জুলাইয়ে”।

ডঃ আবুল কাশেম তাঁর স্বরচিত কবিতা “স্মৃতি চনচল” পাঠ করেন। মুহাম্মদ ছোলাইমান কবি আল মাহমুদের “স্মৃতির মেঘলা ভোরে” পাঠ করেন। জনাব তোফাজ্জল হোসেন নিজস্ব স্মৃতি ভান্ডার থেকে নাটকের অংশবিশেষ উপস্থাপন করেন।

শুভেচ্ছা বকতব্য প্রদান করেন আই ডাটা কোর এর পরিচালক আহমেদ সোহেল, মুহাম্মদ মোখতার হোসেন ও আহসানুর রহমান খান। সভায় কবি ফররুখ আহমদ, কবি জীবনাননদ দাশ, কবি দিলওয়ার ও কবি আসাদ চৌধুরীকে স্মরণ করা হয় যাঁদের মৃত্যু এ মাসেই হয়েছিলো ।

প্রবাহ এর উদ্যোগে ৩-৫ দিনের ছন্দ বিষয়ক কর্মশালার ঘোষণা করা হয় এবং 646-527-0704 নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে থাকছেন কবি কাজী জহিরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে

শেয়ার করুন