আসন্ন ৩৯ তম ফোবানা কনভেনশন ২০২৫ – নায়াগ্রা ফলস এর আয়োজক দের পক্ষ থেকে এক জনাকীর্ণ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকার জাতীয় প্রেস ক্লাব এর জহুর হোসাইন চোধুরী সম্মেলন কক্ষে। বিপুল সংখ্যক বাংলাদেশের প্রথম সারির প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এতে উপস্থিত হন। ফোবানার স্টিয়ারিং কমিটির ট্রেজারার ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় প্রথমে মঞ্চে আসেন ফোবানার নির্বাহী সেক্রেটারি ও ৩৯ তম ফোবানার কনভেনর কাজী আজম। এরপর একে একে মঞ্চে আসেন ফোবানার সাবেক চেয়ারম্যান এজাজ আখতার তৌফিক, সাবেক চেয়ারম্যান আলী ইমাম সিকদার, সাবেক চেয়ারম্যান ডঃ আবু জুবায়ের দারা, স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান জিল্লু, জাতীয় ফুটবলার কায়সার হামিদ , জাতীয় ফুটবলার সম্রাট হোসাইন এমিলি, নিউ নেশন পত্রিকার এর সাবেক এডিটর মোস্তফা কামাল মজুমদার ও ভাসানী সমর্থক পরিষদ এর সভাপতি বাবলু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজনীতিবিদ নাদিম চৌধুরী, রাজনীতিবিদ আতাউর রহমান আতা, কালাম ফয়েজী, বিশিষ্ট সংবাদ পাঠিকা আসমা আহমেদ সহ আরো অনেকে।
শুরুতেই মঞ্চে উপবিষ্ট ফোবানার নেতৃবৃন্ধ ও অতিথি বৃন্ধ ৩৯ তম ফোবানার সাফল্য কামনা করেন ও ফোবানার বিভিন্ন কর্ম কান্ড তুলে ধরে বক্তব্য রাখেন। ফোবানার নির্বাহী সেক্রেটারি ও ৩৯ তম ফোবানার কনভেনর কাজী আজম লিখিত বক্তব্য পাঠ করেন. এর পরে ফোবানার নেতৃবৃন্ধ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উলেখ্য আগামী ২৯,৩০ ও ৩১ আগস্ট নায়াগ্রা ফল্স এর শেরাটন নায়াগ্রা তে এই কনভেনশন অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি অনুসারে