আগামি ৩০, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর ভার্জিনিয়ার আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হােটেলে ফেডারেশন অব বাংলাদেশি এসোসিয়েশন ইন নর্থ আমোরিকা ফোবানা’র ৩৮ তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি। আসন্ন ফোবানা সম্মেলনের পুরো প্রস্তুতির বিস্তারিত তথ্য জানাতে গত ৩রা আগস্ট শনিবার নিউইয়র্ক জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফোবানার কর্মকর্তারা আসন্ন লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিতব্য ৩৮তম ফোবানা সম্মেলনের প্রস্তুতির পুরো চিত্র তুলে ধরেন।
তাঁরা বলেন ফোবানা নিয়ে কোন ভুলবুঝাবুঝি নেই। ফোবানা হচ্ছে উত্তর আমেরিকায় বা্ংলাদেশীদের সংগঠনসমুহের সম্মেলন, কোন ব্যক্তি বিশেষ বা গোষ্ঠির সম্মেলন নয়। দীর্ঘ ৩৮ বছর ধরে সুষ্পষ্ট নীতিমালার মাধ্যমে যারা ধাবাহিকভাবে ভাবে ফোবানা সম্মেলন আয়োজন করে আসছে, সেই ধারাবাহিকতাতেই এবারের ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ভার্জিনিয়ার আর্লিংটনের ক্রিস্টাল গেটওয়ে ম্যারিয়ট হােটেলে।
সাংবাদিক সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন শহর থেকে আসা ফোবানা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফোবানার চেয়ারম্যান সাবেক এটর্ণী মোহাম্মদ আলমগীর, এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর, সম্মেলনের কনভেনর রোকসানা পারভিন ও মেম্বার সেক্রেটারী আবু রুমি, প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা ও রবিউল করিম বেলাল, ট্রেজারার ড. প্রিয়লাল কর্মকার এবং এক্সিকিউটিভ মেম্বার এম রহমান জহির।
সংবাদ সম্মলেন শুরুতে লিখিত বক্তব্য রাখেন ফোবানা সম্মেলনের কনভেনর রোকসানা পারভীন।
কর্মকর্তারা বলেন, এবারের সম্মেলনে অংশগ্রহন করছে উত্তর আমেরিকার ২৪ টি শহরের প্রায় ৮৬টি সংগঠন, নতুন করে এবছরই বিভিন্ন স্টেটের নতুন আরও ২৬ সংগঠন যুক্ত হয়েছে ফোবানার এই বৃহৎ ফেডারেশনে।
বিভিন্ন অঙ্গরাজ্যের সাংস্কৃতিক সংগঠনগুলোর পরিবেশনার পাশাপাশি বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার জনপ্রিয় শিল্পীদের মধ্যে থাকবে কুমার বিশ্বজিৎ, আঁখি আলমগীর, জেফার, মুজা, প্রিয়ংবদা ব্যাণার্জী, মিমি আলাউদ্দিন, আরজিন, টোসিবা, বিউটি দাস, সপ্নীল সজীব, অনিমা ডি কস্তা ও ফিডব্যাকের রোমেল সহ আরো অনেকেই।
এছাড়াও তিনদিনের এই সম্মেলনে থাকবে বিজনেস নেটওয়ার্কিং, ইয়োথ ফোরাম, সাহিত্য ও কাব্য জলসা, স্কলারশীপ বিতরণ, মুক্তিযোদ্ধা সন্মাননা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এলামনাই রি-ইউনিয়ন, স্বল্পদৈর্ঘ চিত্র প্রদর্শনী, কারুপন্য প্রদর্শনী ও বিভিন্ন বিষয় ভিত্তিক সেমিনার।
এবারের সম্মেলনের শ্লোগান ‘চেতনায় বাংলাদেশ’। ফোবানার কর্মকর্তারা আশা করছেন বিভিন্ন স্টেট থেকে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহন করবে ফোবানা সম্মেলনের এই মহা মিলনমেলায়।