নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সীমান্ত অতিক্রম করে আসা অভিবাসীদের নিউইয়র্কের হোটেলের খরচ ৯০ মিলিয়ন ডলার

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:৩২ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:৩৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
সীমান্ত অতিক্রম করে আসা অভিবাসীদের নিউইয়র্কের হোটেলের খরচ ৯০ মিলিয়ন ডলার

টেক্সাস সীমান্ত দিয়ে অবৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অভিবাসী যাদের বাস যোগে নিউইয়র্ক সিটিতে পাঠানো হয়েছে, তাদের অনেককে আশ্রয় দেওয়া হয়েছে নিউইয়র্ক সিটির বিলাসবহুল হোটেলসমুহে। এ জন্য নিউ ইয়র্ক সিটি প্রশাসনের অন্ত‍ভ‍ুক্ত হসপিটাল করপােরেশানের ব্যয় হবে ৯০ মিলিয়ন ডলার। ইতোমধ্যে ৪০ মিলিয়ন ডলার পরিশোধও করা হয়েছে। যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়প্রার্থী এসব অভিবাসীদের পরিবার ও সন্তানদের থাকা খাওয়া ও অন্যান্য সুযোগসুবিধা প্রদানে নিউইয়র্ক সিটি প্রশাসনের বছরে কয়েক বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হবে বলে মেয়র এরিক এডামস তার বাজেট প্রস্তাবনায় উল্লেখ করেছেন।

অপরদিকে যেসকল হোটেল অভিবাসীদের আশ্রয় দেওয়া হচ্ছে সেসব হোটেলের আশাপাশের ব্যবসাসমুহে ধ্বস নেমেছে বলে নিউইয়র্ক পোষ্ট এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন