নিউইয়র্ক     শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যে সব জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৩ | ১২:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ২০ মে ২০২৩ | ১২:৪০ পূর্বাহ্ণ

ফলো করুন-
যে সব জিমেইল অ্যাকাউন্ট মুছে ফেলবে গুগল

যে সব জিমেল অ্যাকাউন্ট অনেক দিন ব্যাবহার করা হয় না তা বন্ধের উদ্যোগ নিয়েছে গুগল । দুই বছর বা তার বেশি সময় ধরে কোনো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে বা সাইন-ইন করা না হলে অ্যাকাউন্টটি ও তার সব কনটেন্ট মুছে দেবে গুগল। জিমেইল, ডকস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডার, ইউটিউব এবং গুগল ফটোজসহ গুগল ওয়ার্ক স্পেসের সব সেবাও মুছে যাবে ।

এনগ্যাজেটে প্রকাশিত খবরের তথ্যানুযায়ী, চলতি বছরের ডিসেম্বর থেকে এসব অ্যাকাউন্ট বন্ধ করা শুরু করবে সফটওয়্যার জায়ান্টটি। মূলত পুরনো অ্যাকাউন্ট থেকে যাতে কোনো ক্ষতি না হয় বা সাইবার আক্রমণের ঘটনা না ঘটে সেটি প্রতিরোধেই এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবর্তিত এ নতুন নিয়ম কেবল ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য হবে, স্কুল ও ব্যবসার মতো প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট এর আওতার বাইরে থাকবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। মুছে দেয়ার আগে অ্যাকাউন্টগুলোর সঙ্গে রিকোভারি ই-মেইল অ্যাড্রেসগুলোতেও একাধিকবার সতর্কবার্তা পাঠাবে গুগল।

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন