নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সুদের হার আর বাড়ার সম্ভাবনা কম

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৩ | ০১:৩০ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ মে ২০২৩ | ০১:৩০ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে সুদের হার আর বাড়ার সম্ভাবনা কম

ফেডারেল রিজার্ভ বা ফেড সম্প্রতি তাদের বেঞ্চমার্ক সুদের হার দশমিক ২৫ থেকে দশমিক ৫০ শতাংশে উন্নীত করার ঘোষণা দিয়েছে

মূল্যস্ফীতির লাগাম টানতে দীর্ঘ সময় ধরে ব্যাংকঋণে নীতি সুদের হার বাড়িয়ে চলেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রির্জাভ (ফেড)। তবে চলতি মাসের শুরুতে ফেডের বৈঠকের পর অল্প সময়ের মধ্যে আবারও সুদের হার বাড়ার সম্ভাবনা কমে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি। এমনকি ত্রৈমাসিক ভিত্তিতে যেভাবে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল, তার প্রয়োজনীয়তাও শেষ হতে পারে বলেও জানিয়েছেন ফেড-সংশ্লিষ্টরা। তবে ফেডের অনেক কর্মকর্তা মনে করছেন, এখনও যেহেতু মূল্যস্ফীতি তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২ শতাংশে নেমে আসেনি ফলে কেন্দ্রীয় ব্যাংকের বিকল্প সিদ্ধান্তের কারণে মূল্যস্ফীতি বাড়ার ঝুঁকি রয়েছে।

এদিকে গত বুধবার, ২৪ মে ফেডারেল রিজার্ভ এর বোর্ সভায় অংশগ্রহণকারী একাধিক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যেভাবে পরিবর্তিত হচ্ছে, তাতে এ বৈঠকের পর আরও নীতি সুদের হার বাড়ানোর প্রয়োজনীয়তা না-ও হতে পারে। ফলে ফেড তার আক্রমণাত্মক সুদের হার বৃদ্ধির প্রচারাভিযান থামাতে পারে। এ ছাড়াও ফেডের অনেক নীতিনির্ধারক বলছেন, গত বছর থেকে শুরু হওয়া সুদের হার বৃদ্ধির প্রভাব অর্থনীতিতে পড়তে শুরু করেছে। ব্যাংক ক্রেডিট কঠোর করার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঝুঁকির মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রে পরপর একাধিক ব্যাংকের পতনের কারণ হিসেবেও সুদের হার বৃদ্ধির সিদ্ধান্তকে দায়ী করছেন অনেকে।

তবে সামনে কী সিদ্ধান্ত আসতে যাচ্ছে, তা নিয়ে এখনও বিভাজন আছে। এ বিষয়ে ফেড গভর্নর ক্রিস্টোফার ওয়ালার বলেন, ‘আগামী তিন সপ্তাহের তথ্যের ওপর নির্ভর করে সিদ্ধান্ত আসবে আমাদের জুনের বৈঠকে সুদের হার বাড়বে নাকি বাড়বে না।’ সূত্র : রয়টার্স

সাথী/পরিচয়

শেয়ার করুন