নিউইয়র্ক     শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে ঘরে আরবি বলা মানুষের সংখ্যা ব্যাপক বেড়েছে

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৩ | ০২:৪২ পূর্বাহ্ণ | আপডেট: ২৭ মে ২০২৩ | ০২:৪২ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে ঘরে আরবি বলা মানুষের সংখ্যা ব্যাপক বেড়েছে

যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে, যুক্তরাষ্ট্রজুড়ে ঘরে আরবি ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ব্যাপকহারে বেড়েছে। যুক্তরাষ্ট্রে ১৯৮০ সালে দুই লাখ ১৫ হাজার মানুষ আরবিতে কথা বলত, ২০২১ সালে এসে তা ১৪ লাখে ঠেকেছে। খবর : আরব নিউজ’র।

পিউ’র সহ-গবেষক জেফ্রি প্যাসেল ও মোহামাদ মোসলিমানি বলেন, তাদের গবেষণা মতে, আরবি বর্তমানে যুক্তরাষ্ট্রের বাসাবাড়িতে ব্যবহার হওয়া অ-ইংরেজি ভাষাগুলোর মধ্যে সপ্তম অবস্থানে রয়েছে। মধ্যপ্রাচ্য অঞ্চলের আরও যে ভাষা যেমন, তুর্কি, ফারসি ও হিব্রু ভাষা সে তুলনায় কম বেড়েছে।

জার্মানি ও ইতালিতে বিপুল সংখ্যক আরবি ভাষাভাষী থাকলেও যুক্তরাষ্ট্র এসব দেশের চেয়ে এগিয়ে রয়েছে। পিউ’র গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ঘরে আরবি বলা মানুষজনের দুই-তৃতীয়াংশ অভিবাসী। আর মার্কিন দেশে আরবি ভাষাভাষীদের ৫৩ শতাংশই পাঁচটি অঙ্গরাজ্যের বাসিন্দা, এদের মধ্যে ক্যালিফোর্নিয়ায় ১৭ শতাংশ, মিশিগানে ১৪ শতাংশ, টেক্সাসে ৮ শতাংশ, নিউইয়র্কে ৭ শতাংশ ও নিউজার্সিতে ৬ শতাংশ।

সুমি/হককথা

শেয়ার করুন