নিউইয়র্ক     বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনা, ৫ বাংলাদেশি শিক্ষার্থী আহত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:২৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:২৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
যুক্তরাষ্ট্রে গাড়ি দুর্ঘটনা, ৫ বাংলাদেশি শিক্ষার্থী আহত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন পাঁচ বাংলাদেশি শিক্ষার্থী। তারা সবাই আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে বাংলাদেশ থেকে এসে বোস্টনে পড়াশোনা করছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গেল ২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল পৌনে ৮টার দিকে ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানার কাছে কানেকটিকাট এভিনিউয়ে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীসহ সাত জন আহত হন। সংঘর্ষ হওয়া দুটি গাড়ির একটিতে ওই পাঁচ বাংলাদেশি তরুণ ছিলেন।

আর ও পড়ুন । যুদ্ধজাহাজ নির্মাণে চীনের সঙ্গে পাল্লা দিয়ে পারছে না যুক্তরাষ্ট্র

আহত সাত জনের মধ্যে এক বাংলাদেশির শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। অপর গাড়ির দুজনের অবস্থাও সংকটাপন্ন। পুলিশ ও উদ্ধাকর্মীরা জানান, সংঘর্ষে ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ধূসর রঙের একটি সেডান গাড়ি থেকে তিন জনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছেন, আহতদের মধ্যে মুহিতুল ইসলাম নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে পড়াশোনা করেন। ছুটিতে ওয়াশিংটন ডিসিতে বেড়াতে এসে এই দুর্ঘটনায় পড়েন তারা। সূত্র : বাংলাদেশ জার্নাল
এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন