নিউইয়র্ক     বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে- সংবাদ সম্মেলনে ফোবানার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৩ | ১২:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৮ মে ২০২৩ | ১২:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে- সংবাদ সম্মেলনে ফোবানার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ

ফোবানার স্টিয়ারিং গিয়াস আহমেদ কমিটির চেয়ারম্যান বলেছেন, কয়েকজন ব্যক্তি তাঁর ভাষায় ব্যাড এলিমেন্ট ফোবানা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। গত ২০ মে শনিবার জ্যাকসন হাইটস্থ নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপরোক্ত মন্তব্য করে ফোবানার একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন ফোবানার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ। গিয়াস আহমেদ আরো জানান, আগামী ১১ জুন রোববার কুইন্সের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনাতে ফোবানার নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত বছর মন্ট্রিয়ল অনুষ্ঠিত ফোবানা ২০২২তে নির¦াচনের মাধ্য মে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান নির¦াচিত হন গিয়াস আহমেদ ও মেম্বার সেক্রেটারি শাহ নেওয়াজ এবং গঠনতন্ত্র সংশোধনের জন্য দায়িত্ব দেয়া হয় ডা. মাসুদুর রহমানকে। মন্ট্র্রিয়ল সম্মেলনের সেই সিদ্ধান্তে ফোবানার স্টিয়ারিং কমিটির সাবেক চেয়ারম্যান আলী ইমাম শিকদার,কনভেনর এজাজ আকতার তৌফিক,ফোবানা মন্ট্রিয়লের মেম্বার সেক্রেটারি আবু জুবায়ের দারা, স্টিয়ারিং কমিটির মেম্বার সেক্রেটারি শাহ নেওয়াজ ও চেয়ারম্যান গিয়াস আহমেদের স্বাক্ষর রয়েছে।

কিন্তু বিভিন্ন মিডিয়ায় আলী ইমাম শিকদারকে চেয়ারম্যান দেখিয়ে কিভাবে একটি সংবাদ ছাপা হয়েছে – এমন এক প্রশ্নের জবাবে গিয়াস আহমেদ বলেন, যে সংবাদপ্রেম রিলিজের মাধ্য মে ছাপা হয়েছে তা অসত্য এবং তথ্যগত ভুল রয়েছে। গিয়াস আহমেদ আরো বলেন, শুধুমাত্র জনাব শাহনেওয়াজেরজোরালো দাবীর পরিপ্রেক্ষিতে কাজী আজমকে ফোবানার ষ্টিয়ারিং কমিটিতে পুনরায় ভাইসচেয়ারম্য ান পদে বসানোর জন্য ফোবানার গঠনতন্ত্র সংশোধন করে ষ্টিয়ারিং কমিটিতে ভাইস চেয়ারম্যান এর ২টি পদ সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, ৩৫ বছর ধরে আমি এই কমিউনিটির সাথে আছি, সবাইকে নিয়ে ফোবানাকে সামনে এগিয়ে নিতে চাই।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গঠনতন্ত্র সংশোধনের জন্য দায়িত্বপ্রাপ্ত ডা. মাসুদুর রহমান । এসময় সংগঠনের স্টিয়ারিং কমিটির তালিকা ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ডা. মাসুদুর রহমান বলেন, আমরা কাউকে বাইরে রাখার পক্ষে নই। সবাইকে নিয়েই ফোবানা করতে চাই। জনাব শাহনেওয়াজ বর্তমানে ফোবানার ষ্টিয়ারিং কমিটির মেম্বারসেক্রেটারী এবং আলী ইমাম শিকদার সাবেকচেয়ারম্য ান ও বর্তমানে ফোবানার উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ফাবানার ষ্টিয়ারিং কমিটির সদস্য ওয়াহিদ কাজি এলিন, খন্দকার ফরহাদ, কিউ জামান, আনোয়ারুল ইসলাম, আহসান হাবিব, মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, নুরুল আজিম, আকাশ রহমান ও তোফায়েল আহমেদ, সৈয়দ এনায়েত আলী, এবং শোটাইম মিউজিক এর কর্ণধার আলমগীর খান আলম উপস্থিত ছিলেন।

এসএ/এমএএস/এমইউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন