নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের ইতিহাসের সব রেকর্ড ভাঙল ডলারের দাম

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৩ | ০৮:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ মে ২০২৩ | ০৮:৩৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশের ইতিহাসের সব রেকর্ড ভাঙল ডলারের দাম

মার্কিন ডলার। ফাইল ছবি

বাংলাদেশের বাজারে মার্কিন ডলারের দাম অস্থিতিশীল। বর্তমানে ডলারের সংকট প্রকট আকার ধারণ করায় চাহিদা অনুযায়ী সরবরাহ কম হচ্ছে। ফলে হু হু করে বেড়েই চলেছে ডলারের দাম। বর্তমানে তা এখন ১০৮ টাকা ৭৫ পয়সায় বিক্রি হচ্ছে। দেশের ইতিহাসে যা রেকর্ড। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে দেখা যায়, গত মঙ্গলবার (২৩ মে) নিজেদের মধ্যে প্রতি ডলার ১০৮ টাকা ৭৫ পয়সায় লেনদেন করেছে ব্যাংকগুলো। গত বছর যা ছিল ৮৭ টাকা ৫০ পয়সা। সে হিসাবে আন্তঃব্যাংক ১ বছরের ব্যবধানে ডলারপ্রতি টাকার মূল্য কমেছে ২৪ দশমিক ২৮ শতাংশ বা ২১ টাকা ৫০ পয়সা। চলতি মাসে প্রায় প্রত্যেক কার্যদিবসেই ডলারের বিনিময় হার বেড়েছে। গত ১ মে এক ডলারের দর ছিল ১০৬ টাকা ৮০ পয়সা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ৫ হাজার ৩৯৩ কোটি ৮০ লাখ ডলারের পণ্য আমদানি হয়েছে। অন্যদিকে, রপ্তানি হয়েছে ৩ হাজার ৯৩২ কোটি ৫০ লাখ ডলারের। এতে ১ হাজার ৪৬১ কোটি ৩০ লাখ (১৪ দশমিক ৬১ বিলিয়ন) ডলারের বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে। এদিকে, গত এপ্রিলে ১৬৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ১৬.২৭ শতাংশ কম। সেই সঙ্গে এপ্রিলে রপ্তানি আয় কমেছে ১৬ শতাংশ।

২০২২ সালের ফেব্রুয়ারির শেষদিকে ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া।এতে পরের মাসে দেশে ডলার সংকট দেখা দেয়। পরিস্থিতি মোকাবিলায় মুদ্রাটির দাম বেঁধে দেয় বাংলাদেশ ব্যাংক। তবে তাতে সংকট আরও বেড়ে যায়। পরে ডলারের দাম নির্ধারণের দায়িত্ব এবিবি ও বাফেদার ওপর ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক। সেই থেকে প্রবাসী আয়, রপ্তানি ও আমদানি দায় পরিশোধে মার্কিন মুদ্রার দর নির্ধারণ করছে তারা। সূত্র : সাম্প্রতিক দেশকাল

শেয়ার করুন