নিউইয়র্ক     শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্ক সিটি সাবওয়েতে অত্যাধুনিক নতুন আর ২১১ ট্রেন

পরিচয় রিপোর্ট

প্রকাশ: ১১ মার্চ ২০২৩ | ১০:২২ অপরাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৩ | ০৮:৫৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্ক সিটি সাবওয়েতে অত্যাধুনিক নতুন আর ২১১ ট্রেন

নিউইয়র্ক সিটির সাবওয়ে সিষ্টেমে অত্যাধুনিক প্রযুক্তির সুবিধাসম্বলিত নতুন ট্রেন আর২১১ পরীক্ষামুলক ব্যবহার শুরু হয়েছে গত ১০ মার্চ শুক্রবার থেকে। এদিন এ ট্রেনের ২০৭ ষ্ট্রীট ষ্টেশন থেকে প্রথম আর ২১১ ট্রেনটি যাত্রা শুরু করে। আপাতত: এ লাইনেই পরীক্ষামুলকভাবে আর ২১১ ট্রেনের ব্যবহার চলবে। কিছুদিনের মধ্যে সি লাইনেও আর ২১১ ট্রেন চলাচল করতে পারে।

সর্বাধুনিক প্রযুক্তির আর ২১১ এর ট্রেনের অন্যতম বৈশিষ্ট হলো প্রতিটি কামরাতে ক্যামেরা বসানো রয়েছে, ভেতর দিয়ে এক কামরা থেকে নির্বিঘ্নে অপর কামরায় যাতায়াত করা যায়, ট্রেনের দরোজা তুলনামুলকভাবে একটু বড়, কামরাসমুহে পর্যাপ্ত আলো ও সাইনের ব্যবহার এবং হুইল চেয়ারের যাত্রীদের জন্য বসার সুবিধামুলক বসার স্থান ইত্যাদি ।

সাথী / পরিচয়

শেয়ার করুন