নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নিউইয়র্ক সিটির সাবওয়েতে অপরাধের ঘটনা কমছে দাবী গভর্ণর আর মেয়রের

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৩ | ১০:১৪ অপরাহ্ণ | আপডেট: ০৬ মার্চ ২০২৩ | ০৭:০৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্ক সিটির সাবওয়েতে অপরাধের ঘটনা কমছে দাবী গভর্ণর আর মেয়রের

নিউইয়র্ক সিটির সাবওয়েতে অপরাধের ঘটনা কমছে এমন দাবী করেছেন নিউইয়র্ক ষ্টেট গভর্ণর ক্যাথি হোকুল এবং নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। গত ২৭ জানুয়ারী শুক্রবার ডাউনটাউন ম্যানহাটানে একটি সাবওয়ের প্লাটফরমে সাংবাদিকদের মুখোমুখী হওয়া গভর্ণর হোকুল বলেন, গত বছর সেপ্টেম্বর মাসে সাবওয়েতে অপরাধ দমনে কিছু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল যার মধ্যে অন্যতম ছিল সকাল এবং বিকেলের ব্যস্ত সময়ে বেশ কিছু সাবওয়ে ষ্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন। প্রায় মাস তিনেক পর কিছুটা সাফল্য সবাই এখন অনুভব করতে সক্ষম হচ্ছে। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের ট্রানজিট বিভাগের প্রধান মাইকেল ক্যাম্পার বলেন, ২০২৩ এর জানুয়ারী মাসের প্রথম ৩ সপ্তাহে সাবওয়েতে অপরাধের ঘটনা ২০২২ এর তুলনায় ৩১% হ্রাস পেয়েছে যা আশাব্যাঞ্জক।

নিউইয়র্ক ষ্টেট গভর্নর ক্যাথি হোকুল বলেছেন, নিউইয়র্ক সিটির ৩০০টি সাবওয়ে ষ্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য দৈনিক ১২০০ ঘন্টা ওভারটাইম প্রদানের জন্য ৬২ মিলিয়ন ডলারের বরাদ্দ রাখা হয়েছে ষ্টেট তহবিলে । তবে বরাদ্দের ৬২ মিলিয়নের মধ্যে এপর্যন্ত কত ব্যয় হয়েছে তা কিন্তু গভর্ণর জানান নি । তবে তিনি বলেছেন সাবওয়ে যাত্রীদের মধ্যে নিরাপদ বোধ ফিরিয়ে আনতে হবে এবং সে লক্ষ্য কাজ চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন গভর্ণর।

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন