নিউইয়র্ক     বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের উদ্দেগ্যে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৩ | ০৬:০৯ পূর্বাহ্ণ | আপডেট: ১২ জুন ২০২৩ | ০৯:১৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের উদ্দেগ্যে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছিলেন। যে কারণেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ এত জনপ্রিয়। তার শাহাদাতের ৪২ বছর পরও তিনি জনপ্রিয়তা শীর্ষে অবস্থান করছেন।

গত ৩০ মে সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এস কথা বলেন।

নিউইয়র্ক মহানগর বিএনপি দক্ষিণের আহবায়ক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান সেলিম রেজার সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবেক ছাত্রনেতা বদিউল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভুইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির আহবায়ক মাওলানা অতিউল্যাহ মোহাম্মদ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাবেক ছাত্রনেতা আহবাব চোধুরী খোকন , নিউইয়র্ক স্টেট বিএনপির সদস্য সচিব সাঈদুর রহমান সাঈদ, নিউইয়র্ক মহানগর উত্তরের সদস্য সচিব ফয়েজ চৌধুরী, দক্ষিণের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সোহরাব হোসেন, এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাছির, খলকুর রহমান, আলমগীর মৃধা, জিয়াউল হক মিশন, নাছির উদ্দীন, শাহাদাত হেসেন রাজু, মোহাম্মদ রিপন মিয়া, কামাল উদ্দিন দিপু, জোহরা বেগম, রেজবুল কবির, শেখ জহির।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য গোলাম এন হায়দার মুকুট, একেএম আজিজুল বারী তিতাস, কামাল উদ্দীন হাওলাদার, তরিকুল ইসলাম প্রিন্স, জামাল হোসেন, নুর এ আলম, আব্বাস উদ্দিন, ফারদিন রনি, মিজানুর রহমান, নিউইয়র্ক স্টেট বিএনপির যুগ্ম আহবায়কের মধ্যে নাসিম আহমমেদ, যুগ্ম আহবায়ক বদরুল হক আজাদ, দেওয়ান কাওছার, আরিফ হোসেন, যুগ্ম সদস্য সচিব রিয়াজ মাহমুদ, সদস্য মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, কাইয়্যুম হোসেন, মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান, যুগ্ম আহবায়ক আনোয়ার জাহিদ, যুবদলের নেতা আবুল কাসেম, আমানত হোসেন আমান, আলমামুন সবুজ, মনিরুল ইসলাম মনির, মাসুদ রানা, মাজারুল ইসলাম মিরন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য নুর আলম, শরিফ হোসাইন, মোহাম্মদ সোহেল, মেঃ রাসেদ, বিএনপি নেতা খন্দকার রেজওয়ান, মোঃ কালাম, বাবুল মিয়া, সোহেল রানা, আজিজুল হাওলাদার, রুমা আক্তার, সুবেদার সফিক, হাসান আলী, সাইফুল মাস্টার প্প্রধান অতিথি মিজানুর রহমান মিল্টন ভূইয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমাদের দেশ দিয়েছেন।

হাবিবুর রহমান সেলিম রেজা অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, শাহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। তিনি জাতির প্রতির ক্লান্তিলগ্নে আলোবার্তিকা হয়ে সামনে এসেছিলেন। এখন বর্তমান স্বৈরাচারি শেখ হাসিনা সরকার তার নাম নিশানা মুছে দেয়ার ষড়যন্ত্র করছে। আমরা জিয়ার সৈনিকরা বেঁচে থাকতে তা হতে দেব না।প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন