নিউইয়র্ক     শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৩ | ০২:২৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ জুন ২০২৩ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
নিউইয়র্কে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউইয়র্কে বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটার্নস ১৯৭১ ইউএসএ’র আয়োজনে বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঞা স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি সেন্টারে ২০ মে শনিবার বীর মুক্তিযোদ্ধা মরহুম রুহুল আমিন স্মরণে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খাঁন মিরাজ এবং সভা পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা ড. আব্দুল বাতেন, সোলেমান আলী, শরীফ কামরুল আলম হীরা, শরাফ সরকার, অধ্যাপিকা মমতাজ শাহনাজ, বদরুজ্জামান খান পান্না, আহসান কিবরিয়া অনু, স্বীকৃতি বরুয়া, জেড এ জয়, শাহাদত হোসেন, আহনাফ আলম, কামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন মনির, আলী হোসেন কিবরিয়া, নুরুল ইসলাম, এড. রুবাইয়া রহমান, কবি হাসান আব্দুল্লাহ, কবি সালেয়া ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা আবুল কাশেম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এস এম হাসান, আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন দেওয়ান, বীর মুক্তিযোদ্ধা লাভলু আনসার, সৈয়দ এনায়েত আলী, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সহিদুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাদেক, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম বাবলু, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন খাঁন আনসারী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, সুলতান হোসেন আহমদ, আশরাফ মাসুম, জাহাঙ্গীর হোসেন মিয়া, বীর মুক্তিযোদ্ধা নূরে আলম বাবু প্রমুখ। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে বারবার শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখার বিকল্প নেই। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করতে প্রবাসীদের এগিয়ে আসতে হবে।-ইউএসএ নিউজ

শেয়ার করুন