নিউইয়র্ক     শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর ভবন ক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট সঙ্কট নিরসনের লক্ষ্যে বৃহত্তর সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দের সভা অনুষ্ঠিত

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৩ | ১২:১২ পূর্বাহ্ণ | আপডেট: ২১ মে ২০২৩ | ১২:১২ পূর্বাহ্ণ

ফলো করুন-
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর ভবন ক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট সঙ্কট নিরসনের লক্ষ্যে বৃহত্তর সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দের সভা অনুষ্ঠিত

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর ভবন ক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট সঙ্কট নিরসনের লক্ষ্যে সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী ও শ্রীমঙ্গল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ শিপুর যৌথ আহবানে বৃহত্তর সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ,জালালাবাদ এসোসিয়েশনের বর্তমান ও সাবেক কার্যকরী কমিটির সদস্যবৃন্দের উপস্হিতিতে গত ১৫ মে সোমবার রাতে এষ্টোরিয়ার হেলো বংলাদেশ রেষ্টুরেন্টে এক সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি ও মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ শওকত আলী, সঞ্চালনা করেন মামুনুর রশীদ শিপু ও দেওয়ান শাহেদ চৌধুরী।

সভার শুরুতে গত সভার কার্যবিবরনী শুনান হয়। বৃহত্তর সিলেটের ২০টি আঞ্চলিক সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় জালালাবাদ এসোসিয়েশনের সভাপতিসহ কার্যকরী কমিটির সদস্য ও ট্রাষ্টিবৃন্দদের আমন্ত্রন জানানো সত্বেও উনারা কেহ সভায় উপস্থিত হননি। সভায় সকল নেতৃবৃন্দ জালালাবাদ ভবন ক্রয় সংক্রান্ত আলোচনায় অংশ নেন এবং নিজ নিজ মতামত ব্যক্ত করেন। সাধারন সম্পাদক মইনুল ইসলাম ভবনের ইন্সপেকশন রিপোর্ট, এপ্রাইজাল রিনোভেশন এর ডকুমেন্ট উত্থাপন করে তথ্যের ভিত্তিতে সকলকে বিস্তারিত অবগত করেন এবং বলেন গঠনতন্ত্রের বিবেচনায় ব্যাপারটি ভুল হতে পাওে, এবং এক্ষেত্রে যেসব ভুল-ত্রুুটি হয়েছে তা স্বীকার করে দুঃখ প্রকাশ করে অনুতপ্ত হন। তিনি জালালাবাদ এসোসিয়েশনের বৃহত্তর স্বার্থের কথা ভেবেছেন। জালালাবাদ এসোসিয়েশনের নির্বচিত সাধারণ সম্পাদক মইনুল ইসলামকে সাধারণ সভার সিদ্ধান্ত ছাড়া বরখাস্ত করাকে গঠনতন্ত্র  কাজ বলে সকলে অভিমত ব্যক্ত করেন। এসোসিয়েশনের আগামি ১১ জুনের সাধারণ সভার নোটিশে শুধুমাত্র আজীবন সদস্য ও ২০২১ সালে নবায়নকৃত সদস্যরা সভায় যোগদান করতে পারবেন বলে উল্লেখ করা হয়েছে।ঐক্যের বৃহত্তর স্বার্থে সদস্য/ সদস্যা সহ সকল জালালাবাদবাসীদের উপস্থিত নিশ্চিত করা ও সাধারণ সম্পাদকের বরখাস্ত প্রত্যাহার এবং সদ্য বিদায়ী সাধারন সম্পাদকের আজীবন সদস্য পদ বাতিলকে পুনর্বহাল করে নুতন করে সাধারন সভার তারিখ নির্ধারন করার জন্য জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী কমিটিকে অবহিত করার সিদ্ধান্ত হয়। বৃহত্তর সিলেটবাসীর প্রাণের সংঘঠন ৩৮ বছরের ঐতিহ্যবাহী এই সংঘঠনের একটি ভবন ক্রয়কে কেন্দ্র করে যে জটীলতার সৃষ্টি হয়েছে তা নিরসনের জন্য জালালাবাদ এসোসিয়েশনের বৃহত্তর স্বার্থে অনতিবিলম্বে কার্যকরী কমিটি ও ট্রাষ্টি বোর্ডের সদস্যদের প্রতি আবারও জোর দাবী জানানো হয়। সভায় একটি লিয়াজো কমিটি গঠন করা হয় উক্ত কমিটি জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী কমিটি ও ট্রাষ্টি সদস্যদের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত হয়।

সভায় বিভিন্ন সংঘঠনের নেত্রীবৃন্দ ও তাদের প্রতিনিধি যারা উপস্থিত হয়েছিলেন তার মধ্যে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি আব্দুল মালিক খান লায়েক সিলেট সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, মৌলভী বাজার জেলা সমিতির সভাপতি আজমল খান, মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, মো: আবুল খায়ের সদস্য, যুক্তরাষ্ট হবিগন্জ সদর সমিতির সভাপতি সভাপতি মিয়া মোঃ আসকির, হবিগন্জ সোসাইটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুর রহমান, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা মোঃ শফিকুর রহমান, শ্রীমঙ্গল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ শিপু, কুলাউড়া এসোসিয়েশনের সভাপতি শাহ আলাউদ্দীন, ওসমানিনগর এসোসিয়শনের সভাপতি আজিজ আহমদ ছালিক, সা: সম্পাদক ফকরুল চৌধুরী মিসলু, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউ,এস,এ ইনকের সভাপতি মাসুক মিয়া, উপদেষ্টা শাহ রকিব আলী, রাজনগর উপজেলা পরিষদ ইউ,এস,এ ইনক এর সভাপতি হেলালুর রহমন খান, নবীগন্জ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শাহ জামাল হোসেইন সা: সম্পাদক ইমরান আলি টিপু, বিশ্বনাথ প্রবাসী কল্যান সমিতির সভাপতি শিহাব উদ্দিন আহমদ বড়লেখা সমিতির সভাপতি আব্দুল জব্বার, জুড়ি সমিতির আব্দুল করিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের বর্তমান সাধারন সম্পাদক মইনুল ইসলাম, সহ সভাপতি শাহীন কামালি (সুনামগঞ্জ), সদস্য হেলিম উদ্দিন (সিলেট), সাবেক কোষাধ্যক্ষ আসাদ গণি, কমিউনিটি এক্টিভিষ্ট ইমাদ চৌধুরী, ইয়ামিন চৌধুরী, বিশিষ্ট ব্যাংকার আজাদ উদ্দীন, মনসুর চৌধুরী, মইনুজ্জামান চৌধুরী, মখন মিয়া, জয়নাল উদ্দিন লায়েক, মোজাফফর আহমদ, এনায়েত হোসেন জালাল, আল আমিন জিলা, সভায় অনেক সংঘঠনের নেত্রীবৃন্দ নিউইয়র্কের বাহিরে ও দেশে থাকায় উপস্থিত হতে পারেন নাই। অনেকে ফোন করে সভার প্রতি তাদের সম্মতি জানিয়েছেন। নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, জকিগঞ্জ সোসাইটির সভাপতি আবিদুর রহমান। পরিশেষে উপস্থিত নেত্রীবৃন্দ সকলে একমত প্রকাশ করে বলেন যে, জালালাবাদ এসোসিয়েশনের মান মর্যাদা রক্ষার জন্য আমরা সবসময় এক থাকব, আমাদের মধ্যে কোন দ্বিমত থাকবে না।

এই সঙ্কট নিরসনের জন্য বৃহত্তর সিলেটের নেত্রীবৃন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সকল সামাজিক সংগঠনকে সাথে নিয়ে বড় পরিসরে সভার আয়োজন করার পক্ষে অনেকে মত প্রকাশ করেন। পরিশেষে সভার আয়োজক ও সভাপতি সকল নেত্রীবৃন্দদেরকে তাদের মূল্যাবান সময় নষ্ট করে এখানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষনা করেন। প্রেস বিজ্ঞপ্তি

সুমি/পরিচয়

শেয়ার করুন