নিউইয়র্ক     শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাতারের প্রধানমন্ত্রীর সাথে তালেবান প্রধানের গোপন আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৩ | ১১:১৬ অপরাহ্ণ | আপডেট: ৩১ মে ২০২৩ | ১১:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
কাতারের প্রধানমন্ত্রীর সাথে তালেবান প্রধানের গোপন আলোচনা

কাতারের প্রধানমন্ত্রীর সাথে তালেবান প্রধানের গোপন আলোচনা - ছবি : সংগৃহীত

কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আল-সানি চলতি মাসে গোপনে তালেবানের সর্বোচ্চ নেতা হাবাতুল্লাহ আখুনজাদার সাথে আলোচনা করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের মধ্যে কথা হয়েছে বলে জানা গেছে। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী কান্দাহারে ১২ মে তাদের মধ্যে এই আলোচনা হয় বলে জানা গেছে। এটি ছিল তালেবান প্রধানের কোনো বিদেশী নেতার সাথে প্রথম আলোচনা।

সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে আলোচনা সম্পর্কে ব্রিফ করা হয়েছে। পরিচয় প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, শেখ মোহাম্মদ তালেবানের ছাত্রীদের ওপর পড়াশোনা এবং নারীদের চাকরির ওপর নিষেধাজ্ঞা অবসান নিয়ে আলোচনা করেছেন তালেবান প্রধানের সাথে। সূত্রটি জানায়, নারীদের ওপর বিধিনিষেধ আরোপ করায় কাতার তালেবানের সমালোচনা করে।

যুক্তরাষ্ট্রও মেয়েদের স্কুলে যাওয়া, নারীদের চাকরি করা, তাদের চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে। তবে ওই বৈঠকের ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে হোয়াইট হাউস। তালেবানও এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। সূত্র : মিডল ইস্ট মনিটর

শেয়ার করুন