নিউইয়র্ক     শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ  | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থপ্রাপ্তির হিসাব লুকানোর কথা স্বীকার বিবিসির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৩ | ০৩:০৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ জুন ২০২৩ | ০৩:০৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
অর্থপ্রাপ্তির হিসাব লুকানোর কথা স্বীকার বিবিসির

ভারতে ৪০ কোটি রুপি আয়ের হিসাব লুকানোর কথা স্বীকার করে নিয়েছে বিবিসি ইন্ডিয়া। গত ফেব্রুয়ারি মাসে বিবিসি ইন্ডিয়ার দপ্তরে গিয়ে তল্লাশি চালিয়েছিল ভারতের আয়কর দপ্তর। পরে বিদেশ থেকে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগে বিবিসি ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ‘এনফোর্সমেন্ট ডিরেক্টরেট’ বা ইডি। মামলাটি দায়ের হয় ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট’ আইনের অধীনে।

ফার্স্টপোস্ট জানিয়েছে, বিবিসির তরফ থেকে ভারতের আয়কর দপ্তরে একটি ই-মেইল পাঠিয়ে কর ফাঁকির বিষয়টি জানানো হয়েছে। তবে তাদের এই স্বীকারোক্তি ছিল অনানুষ্ঠানিক। এ বিষয়ে অবগত দুই কর্মকর্তার বরাতে জানা গেছে, বিবিসি এখনও এই বাকি থাকা কর ফেরত দেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক পদ্ধতি অনুসরণ করেনি। ভারতের আয়কর দপ্তর সিবিডিটি জানিয়েছে, নতুন করে আয়কর রিটার্ন ফাইল করতে হবে বিবিসিকে। বিবিসির পাঠানো ই-মেইলে বলা হয়, আয়কর রিটার্নের সময় তাদের ৪০ কোটি রুপির আয় দেখানো হয়নি। এখন এই আয়ের ওপর যে কর ফাঁকি দেওয়া হয়েছে, তা পেনাল্টি সমেত দিতে হতে পারে বিবিসিকে। হিন্দুস্তান টাইমস।

শেয়ার করুন