নিউইয়র্ক     শনিবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

৫ নারীকে ‘রোকেয়া পদক’ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২২ | ০৪:৩৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২ | ০৪:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
৫ নারীকে ‘রোকেয়া পদক’ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দেশের পাঁচজন নারীকে ‘রোকেয়া পদক’ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৯ ডিসেম্বর শুক্রবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী এ পদক দেন।

পদক বিজয়ীরা হলেন চট্টগ্রাম জেলার অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগম, সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, নড়াইলের ড. আফরোজা পারভীন, ঝিনাইদহের নাছিমা বেগম ও ফরিদপুরের রহিমা খাতুন।

পদকপ্রাপ্তদের প্রত্যেককে ১৮ ক্যারেটের ২৫ গ্রাম স্বর্ণ দিয়ে নির্মিত একটি পদক, পদকের রেপ্লিকা, চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে।নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার কর্ম ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতিবছর ৯ ডিসেম্বর তার জন্ম ও মৃত্যুদিনকে ‘রোকেয়া দিবস’ হিসেবে পালন করে সরকার।

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্ম নেন। তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাননি। তবে বড় ভাইয়ের কাছে উর্দু, বাংলা, আরবি ও ফারসি শেখেন। বিয়ের পর স্বামী সাখাওয়াত হোসেনের উৎসাহে রোকেয়া লেখাপড়ার প্রসার ঘটান। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মারা যান মহীয়সী এই নারী।

শেয়ার করুন