নিউইয়র্ক     সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

২০ বছর পর দেশে ফিরছে চীনা পান্ডা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩ | ১২:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ১২ এপ্রিল ২০২৩ | ১২:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
২০ বছর পর দেশে ফিরছে চীনা পান্ডা

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের মেমফিস চিড়িয়াখানায় দুই দশক থাকার পর দেশে ফিরছে বিশালাকৃতির চীনা পান্ডা ইয়া ইয়া। তার বিদায় উপলক্ষে গত শনিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন পাঁচ শতাধিক মানুষ। অনলাইনে ইয়া ইয়ার বিদায় অনুষ্ঠান দেখেন লাখো চীনা নাগরিক। তাঁরা ২২ বছর বয়সী এই পান্ডার ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। খবর বিবিসির

ইয়া ইয়ার বিদায় অনুষ্ঠানে বিদায়পত্র পাঠ করা হয়। সে ঘেরা ছিল বাঁশ দিয়ে। তাকে খেতে দেওয়া হয় একটি বিশেষ আইস কেক। চীনা গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইয়া ইয়া এই মাসের শেষে দেশে ফিরবে। মেমফিস চিড়িয়াখানার ফেসবুক পেজে এক চীনা নাগরিক মন্তব্য করেন, ‘ইয়া ইয়া বাড়ি ফিরে আসো। আমরা তোমার জন্য অপেক্ষা করছি।’

চীনের পান্ডা কূটনীতির অংশ হিসেবে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে পাঠানো হয় ইয়া ইয়া ও তার পুরুষসঙ্গী লে লেকে। তবে ইয়া ইয়াকে এখন একা চীনে ফিরতে হচ্ছে। কারণ, গত ফেব্রুয়ারিতে ২৫ বছর বয়সী লে লে মারা গেছে।

এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়

শেয়ার করুন