ইউক্রেনে হামলার পর থেকে একের পর এক দুঃসংবাদ শুনছে রাশিয়া ফুটবল টিম। ২০২২ কাতার বিশ্বকাপ থেকে তো আগেই নিষিদ্ধ হয়েছিল রাশিয়া। এবার ২০২৪ ইউরো থেকেও নিষিদ্ধ হলো দেশটি।
মঙ্গলবার ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) আসন্ন ইউরোতে রাশিয়ার নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি উয়েফার নির্বাহী কমিটি এবং গত ১৫ জুলাই কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) সিদ্ধান্তে রাশিয়ার সব দল এ মুহূর্তে নিষেধাজ্ঞায় রয়েছে। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ২০২২-২৪ বাছাইপর্বের ড্রয়েও রাশিয়াকে অন্তর্ভুক্ত করা হয়নি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া জাতীয় ফুটবল দল এবং রাশিয়ান ক্লাবগুলিকে সব ধরনের প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছিল ফিফা ও উয়েফা। একইভাবে, ২০২২ নারী ইউরো থেকেও নিষিদ্ধ হয়েছিল তারা। রাশিয়ার পরিবর্তে নারী ইউরোতে অংশ নেয় পর্তুগাল।
অবশ্য ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আদালত সিএএসে এ বছরের জুলাইয়ে নিষেধাজ্ঞার বিপক্ষে রাশিয়া আপিল করেছিল। তবে রাশিয়ার আপিল খারিজ করে দেয় আদালত।
পরিচয়/সোহেল