নিউইয়র্ক     বুধবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত বেড়ে দেড় শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২ | ০৪:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ৩০ অক্টোবর ২০২২ | ০৪:৪০ পূর্বাহ্ণ

ফলো করুন-
হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে নিহত বেড়ে দেড় শতাধিক

দক্ষিণ কোরিয়ায় রাজধানী সিউলে একটি হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৫১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮১ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক। খবর আনাদোলু ও বিবিসির।

স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানী সিউলের ইথেওন এলাকার একটি অভিজাত হোটেলে এ ঘটনা ঘটে। সিউলের ফায়ার সার্ভিসের কর্মকর্তা চোই সুং-বিওম বলেছেন, হ্যালোইন উদযাপনের মধ্যে একটি সরু গলিতে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত হলে পদপিষ্টের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর সিউলে হ্যালোইন উৎসব বন্ধ ছিল। এর পর এবারই প্রথম এই উৎসব হয়, যেখানে মাস্ক পরার বাধ্যবাধকতা ছিল না। ‘মৃত আত্মাদের স্মরণে’ প্রতিবছর অক্টোবরের শেষে ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে হ্যালোইন উৎসব হয়।

শেয়ার করুন