নিউইয়র্ক     বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হোয়াইট হাউসের পার্টিতে নাচলেন কমলা হ্যারিস

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১০:০২ পূর্বাহ্ণ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১০:০২ পূর্বাহ্ণ

ফলো করুন-
হোয়াইট হাউসের পার্টিতে নাচলেন কমলা হ্যারিস

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ৫৮ বছর বয়সী হ্যারিসকে হোয়াইট হাউসের ৫০ বছর পূর্তিতে আয়োজিত পার্টিতে হিপ হপ গানের সঙ্গে নাচতে দেখা যায়। রাজনৈতিক ভাষ্যকার অ্যান্থনি ব্রায়ান লোগানের শেয়ার করা ২২ সেকেন্ডেরও ওই ভিডিওতে দেখা যায়, হ্যারিস গানের সঙ্গে মুখ মেলাচ্ছেন এবং নাচছেন। খবর এনডিটিভির।

ওই ভিডিও’র ক্যাপশনে লোগান লেখেন, ‘হিপ হপ পার্টিতে কমলা হ্যারিসের ঠাকুমার নাচ।’ ভিডিওটি এক্সে (টুইটার) যে অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে, প্রতিবেদন লেখা পর্যন্ত সেখান থেকে প্রায় ৪২ হাজার বার দেখা হয়েছে। অনেকে প্রশংসা করলেও কেউ কেউ হ্যারিসের নাচের সমালোচনাও করেছেন।

শেয়ার করুন