রুশ হামলা প্রতিহত করতে ক্ষেপণাস্ত্রব্যবস্থা হিমার্সকে আরও আধুনিক করে ইউক্রেনে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবর ডেইলি সাবাহর।
তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করেনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সেনা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ওয়ালস্ট্রিট জার্নাল এ প্রতিবেদন প্রকাশ করেছে।
ইউক্রেনকে গত জুন থেকে এ পর্যন্ত ২০টি হিমার্স দিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত এ অত্যাধুনিক সমরাস্ত্র পাওয়ার পরই রুশ বাহিনীর ওপর পাল্টা হামলা করে সাফল্য পেতে শুরু করে ইউক্রেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, হামলার জন্য নয়, প্রতিরক্ষার জন্য তারা হিমার্সকে ব্যবহার করছেন।