নিউইয়র্ক: গত ১৮ ফেব্রুয়ারি, শুক্রবার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে ডেমোক্র্যাট ডিস্ট্রিক্ট লিডার হায়রাম মানসারেত’র জন্য ফান্ড রেইজ করেছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন-জেবিবিএ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেবিবিএ’র সভাপতি ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তারেক হাসান খান। বক্তব্য রাখেন আসেফ বারী টুটুল, শাহ নেওয়াজ, মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন, জসিম ভূইয়া প্রমুখ। অনুষ্ঠানে হায়রাম মানসারেত বলেন, আমি সব সময় বাংলাদেশিদের সঙ্গে আছি, বাংলাদেশিরাও আমাদের সঙ্গে আছে।
আমি বাংলাদেশ কমিউনিটির পাশে থাকতে চাই সব সময়। তিনি বলেন, বাংলাদেশিদের আন্তরিকতা এবং আথিতিয়তা আমাদের সব সময় মুগ্ধ করে। তাই এ আথিতিয়তা গ্রহণ করতে বারবার ছুটে আসি।
সোস্যাল শেয়ার :