নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ন্যানসি পেলোসির স্বামী

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২ | ১০:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ নভেম্বর ২০২২ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
হাসপাতাল থেকে ছাড়া পেলেন ন্যানসি পেলোসির স্বামী

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যানসি পেলোসির স্বামী পল পেলোসি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তবে বাড়ি ফিরলেও পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। এ জন্য তিনি আপাতত বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন। খবর বিবিসির।

পল পেলোসি নিজ বাড়িতে এক হামলাকারীর হাতুড়ি হামলার শিকার হয়ে হাসপাতালে যাওয়ার ছয় দিন পর সেখান থেকে ছাড়া পেয়েছেন। এখন তিনি বাড়িতে পরিবারের সঙ্গে আছেন এবং সেখানেই চিকিৎসকের তত্ত্বাবধানে থাকছেন বলে জানিয়েছেন ন্যানসি পেলোসি।

পল পেলোসির ফেটে যাওয়া মাথা ও হাতের আঘাত সারাতে অস্ত্রোপচার করতে হয়েছে। গত শুক্রবার ন্যানসি পেলোসির সান ফ্রান্সিসকোর বাড়িতে ঢুকে এক অনুপ্রবেশকারী তাকে না পেয়ে তার স্বামী পলকে হাতুড়ি দিয়ে পেটায়। এ হামলায় পল মাথা ও ডান হাতে আঘাত পান। তাকে জুকারবার্গ সান ফ্রান্সিসকো জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

ঘটনাস্থল থেকে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, তাকে ডেভিড ডেপাপে (৪২) বলে শনাক্ত করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্মকর্তারা বলেছেন, হামলায় অভিযুক্ত ডেপাপে কানাডার নাগরিক। ভিসিট ভিসায় যুক্তরাষ্ট্রে ঢোকার পর তিনি ১৪ বছর ধরে সেখানে অবৈধভাবে বাস করে এসেছেন। তাকে ফেরত পাঠানো হতে পারে বলে বুধবার জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। ডেপাপেকে বর্তমানে আটক রাখা হয়েছে।

শেয়ার করুন