যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে ভোট গণনা। এরই মধ্যে বহু আসনের ফলাফল আসা শুরু হয়েছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রিপাবলিকান দলের প্রার্থীরা প্রতিনিধি পরিষদ বা হাউজ অব রিপ্রেজেন্টেটিভের নিয়ন্ত্রণ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সবশেষ যে ফলাফলের পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে প্রতিনিধি পরিষদে ১৯৮টি আসন নিয়ে এগিয়ে আছে রিপাবলিকান পার্টি। ডেমোক্র্যাটরা পেয়েছে ১৭৩ টি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২১৮টি আসন।
অন্যদিকে সিনেটে এখন পর্যন্ত যে পূর্বাভাস তাতে ডেমোক্র্যাট ৪৮ আসন পেয়েছেন, রিপাবলিকানদের ঘরে গেছে ৪৭টি। সিনেটের চূড়ান্ত ফলাফল নির্ভর করছে কয়েকটি অঙ্গরাজ্যের উপর। যার পূর্বাভাস এখনো পাওয়া যায়নি। লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। সিনেটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫০টি আসন।
বুথ ফেরত সমীক্ষার হিসেব, এবারের ভোটে মূলত দুইটি বিষয় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। এক, মুদ্রাস্ফীতি এবং দুই, গর্ভপাত। ভোটের সমীক্ষা বলছে, রিপাবলিকানদের দিকে মানুষ ঝুঁকে। ফলে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটদের একাধিপত্য এবার কমতে পারে।
মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ হারানোর অর্থ- মেয়াদের বাকী সময়টাতে প্রেসিডেন্ট জো বাইডেনকে তার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে বিস্তর বেগ পেতে হবে। এতদিন কংগ্রেসে বিরাট সমর্থন পেয়েছেন বাইডেন। তবে উচ্চকক্ষ সিনেটে গিয়ে তাকে বার বার হোঁটচ খেতে হয়েছে। কংগ্রেসে রিপাবলিকানের সংখ্যা বেড়ে গেলে নিম্নকক্ষেও বাইডেনকে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে।
এবারের বেশ কিছু রাজ্যে ভোটের হার উল্লেখযোগ্যরকম বেশি বলে জানিয়েছেন ওয়াশিংটনে ডিডাব্লিউয়ের প্রতিনিধি। তার বক্তব্য, ডেমোক্র্যাট শিবির খুব শান্তিতে নেই। এবারের ভোটে তাদের ফলাফল ভালো হবে না বলে ইতোমধ্যেই অনেকে ধরে নিয়েছেন। ফলাফলেও তা আসা শুরু করেছে।