নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

স্টেডিয়াম ৯৭৪ ব্রাজিল-দ.কোরিয়ার ম্যাচের পরই ভেঙে ফেলা হচ্ছে?

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২ | ০৫:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ | ০৫:২৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
স্টেডিয়াম ৯৭৪ ব্রাজিল-দ.কোরিয়ার ম্যাচের পরই ভেঙে ফেলা হচ্ছে?

ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া ম্যাচের পরই ভেঙে ফেলা হচ্ছে কাতারের আলোচিত স্টেডিয়াম ৯৪৭। তেমন সংবাদই দিচ্ছে বিশ্বের নানা গণমাধ্যম। ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচ দিয়েই স্টেডিয়ামটি তার বিশ্বকাপ যাত্রা শেষ করছে। আজকের এই ম্যাচের পর ভেঙে ফেলা হবে স্টেডিয়াম ৯৭৪। ফিফার ২২তম আসরের জন্য আটটি ভেন্যু তৈরি করেছে কাতার। এর মধ্যে অন্যতম ‘স্টেডিয়াম নাইন সেভেন ফোর’।

কাতারের ডায়ালিং কোড নম্বর হচ্ছে, নাইন সেভেন ফোর-৯৭৪। তাই স্টেডিয়ামটি তৈরিতেও ৯৭৪টা কন্টেনার ব্যাবহার করা হয়েছে। আর এই কারণেই এর নামকরণ করা হয় ‘স্টেডিয়াম নাইন সেভেন ফোর’। ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার ম্যাচসহ মোট সাতটি খেলা হয় এই স্টেডিয়ামে। স্টেডিয়ামটিতে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগালসহ অনেক দলই খেলেছে।

এবার জেনে নেই অদৃশ্য হওয়ার কারণ। কাতারের সামুদ্রিক এলাকার পাশেই অবস্থিত এই স্টেডিয়ামে দর্শকাসন রয়েছে ৪০ হাজার। ৯৭৪টা কন্টেনার দিয়ে এটিকে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম অস্থায়ী স্টেডিয়াম।

মডিউলার স্টিল ও শিপিং কন্টেনার দিয়ে তৈরির কারণেই বিশ্বকাপের শেষে সহজেই ভেঙে ফেলা যাবে এই স্টেডিয়াম। স্টেডিয়াম ভাঙার সময় যাতে দূষণ না হয়, তা আলাদা ভাবনাও নিয়েছে কাতার প্রশাসন। এমনকি প্রয়োজনে ওই কন্টেনার পুনরায় ব্যবহারও করা যাবে। এমনি চাইলে অন্য দেশেও স্থানান্তর করা যাবে।

শেয়ার করুন