নিউইয়র্ক     শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

সৌদি-যুক্তরাষ্ট্রের বন্ধনে ভাঙনের সুর

পরিচয় ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২ | ০৫:৪৩ পূর্বাহ্ণ | আপডেট: ১২ অক্টোবর ২০২২ | ০৫:৪৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সৌদি-যুক্তরাষ্ট্রের বন্ধনে ভাঙনের সুর

গত সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পক্ষ নেওয়ায় এবং তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ায় সৌদি আরবকে ‘কঠোর’ পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল মঙ্গলবার (১১ অক্টোবর) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে বাইডেন বলেন, রাশিয়ার সাথে হাত মিলিয়ে সৌদি যা করেছে, সেজন্য দেশটিকে পরিণতি ভোগ করতে হবে। আমি কী ভাবছি এবং আমার মনে কী আছে, সেটা এখন বলতে চাচ্ছি না। তবে তাদের পরিণতি ভোগ করতে হবে। বাইডেন আভাস দেন, মধ্যবর্তী নির্বাচনের পর কংগ্রেসে অধিবেশন শুরু হবে। সেসময়ই সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তথাকথিত বিশ্বজুড়ে দাম কম রাখতে এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অর্থ জোগান বন্ধে তেলের উৎপাদন বাড়ানোর অনুরোধ করে হোয়াইট হাউস। তবে তাদের অনুরোধ উপেক্ষা করে গত সপ্তাহে দৈনিক ২০ লাখ ব্যারেল জ্বালানি পণ্যটি উত্তোলন কমানোর সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস। রাশিয়া ও সৌদি নেতৃত্বাধীন জোটের এ সিদ্ধান্তেই মূলত ক্ষেপেছেন বাইডেন।

বৈশ্বিক করোনাভাইরাস মহামারি শুরুর পর সর্বোচ্চ তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস। পেট্রোলিয়াম উৎপাদনকারী দেশগুলো এবং তাদের মিত্রদের জোটের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন ক্যাপিটল হিলের জ্যেষ্ঠ ডেমোক্র্যাট নেতারা।

পরিচয়/সোহেল

শেয়ার করুন