নিউইয়র্ক     শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ  | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সুনামগঞ্জে আদালত চত্বরে বিচারপ্রার্থীকে ছুরিকাঘাতে হত্যা

পরিচয় ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২২ | ০৯:২৪ পূর্বাহ্ণ | আপডেট: ২১ জুলাই ২০২২ | ০৯:২৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে আদালত চত্বরে বিচারপ্রার্থীকে ছুরিকাঘাতে হত্যা

‘নিজের জীবনের নিরাপত্তা নেই’ এমন মামলায় বিচারপ্রার্থী আদালতে হাজিরা দিতে এসে প্রতিপক্ষ আসামিদের প্রকাশ্যে চুরিকাঘাতে সুনামগঞ্জ জেলা আদালত প্রাঙ্গণে খুন হয়েছেন খোকন মিয়া নামে এক যুবক। তিনি জেলার জগন্নাথপুর উপজেলার গলাখাই গ্রামের বাসিন্দা। এঘটনায় তাৎক্ষণিক তিনজনকে বারের আইনজীবীরা আটক করে পুলিশে সৌপর্দ করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। আটককৃতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাইদ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আদালত প্রাঙ্গণে একটি খুনের ঘটনা ঘটেছে। পুলিশ তিনজনকে আটক করেছে।

সুনামগঞ্জ বারের আইনজীবী এ আর জুয়েল জানান, নিজের জীবনের নিরাপত্তা নেই এমন মামলায় বাদী হাজিরা দিতে এসে আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষ আসামিদের ছুরিকাঘাতে একজন খুন হয়েছেন।

শেয়ার করুন