ইডেন ও ডেনমার্কের জলসীমায় থাকা রাশিয়ার মালিকানাধীন গ্যাস সরবরাহ লাইন নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইনে দুটি ছিদ্র পাওয়া গেছে। মঙ্গলবার সুইডেনের সমুদ্র কর্তৃপক্ষ এই সতর্কবার্তা দিয়েছে।
সুইডিশ সমুদ্র প্রশাসনের (এসএমএ) একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, ‘নর্ড স্ট্রিম ওয়ান- এ দুটি ছিদ্র রয়েছে – একটি সুইডিশ অর্থনৈতিক অঞ্চলে এবং একটি ডেনিশ অর্থনৈতিক অঞ্চলে। দুটি খুব কাছাকাছি।’
মুখপাত্র জানিয়েছেন, ছিদ্রগুলো ডেনিশ দ্বীপ বোর্নহোমের উত্তর-পূর্বে ছিল। কী কারণে ছিদ্র হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি বলেন, ‘কোনো জাহাজ যেন ওই স্থানটির খুব কাছে না যায় তা নিশ্চিত করার জন্য আমরা অতিরিক্ত নজর রাখছি।’
এর আগে সোমবার বাল্টিক সাগরে নর্ড স্ট্রিম টু পাইপ লাইনে ছিদ্র দিয়ে গ্যাস বের হওয়ার তথ্য জানিয়েছিল ডেনিশ কর্তৃপক্ষ। ওই সময় বোর্নহোম থেকে দক্ষিণ-পূর্বে পাঁচ নটিক্যাল মাইল ব্যাসার্ধের মধ্যে জাহাজগুলো চলাচল না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
পরিচয়/সোহেল