নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সীমান্ত পাড়ি দেওয়া অভিবাসীদের আতিথেয়তায় আর্থিক সঙ্কটের মুখে নিউইয়র্ক সিটি

পরিচয় ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৩ | ০১:২১ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ | ০১:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
সীমান্ত পাড়ি দেওয়া অভিবাসীদের আতিথেয়তায় আর্থিক সঙ্কটের মুখে নিউইয়র্ক সিটি

চরম আর্থিক সঙ্কটের মুখে নিউইয়র্ক সিটি। ফলে সিটির সকল এজেন্সীর আগামী অর্থবছরের বাজেট (জুলাই থেকে কার্যকর) বরাদ্দ অন্ততপক্ষে ৪% কাটছাটের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র এরিক এডামস। সিটি ইউনিভার্সিটি ও সিটির শিক্ষা বিভাগকে গত বছরের চাইতে ৩% হারে বাজেট বরাদ্দ হ্রাসের নির্দেশ প্রদান করা হয়েছে । মেয়র এরিক এডামস অবম্য গত কয়েক মাস ধরেই বলে আসছিলেন সীমান্ত পাড়ি দিয়ে আসা এবং পরবর্তীতে নিউইয়র্ক সিটিতে আশ্রয় গ্রহণকারী প্রায় ৫৫ হাজার অভিবাসী ও তাদের পরিবারবর্গের ভরণপোষন সামলাতে আর্থিকভাবে হিমশিম খাচ্ছে নিউইয়র্ক সিটি। বাইডেন প্রশাসন এবং নিউ ইয়র্ক এর গভর্ণর ক্যাথি হোকুলের কাছে একাধিকবার আর্থিক সহায়তা চাওয়া হলেও পাওয়া যায়নি তেমন কিছুই এখনো পর্যন্ত।

এর পাশাপাশি নিউইয়র্ক সিটি প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন শ্রমিক ইউনয়নের সাথে শ্রম চুক্তি নবায়ন করায় মজুরী বাড়াতে হওয়ায় সিটির আর্থিক দায়ও বেড়েছে। এর মধ্যৈ উল্লেখেযাগ্য হচ্ছে সিটির পুলিশ ইউনিয়নের সাথে সদ্য সম্পাদিত চুক্তি । আট বছরের জন্য ৫.৫ বিলিয়ন ডলারের নতুন চুক্তির ফলে প্রায় ২৪,০০০ ইউনিয়নভুক্ত পুলিশের বেতন ২৫% হারে বৃদ্ধি পেয়েছে এবং তা ২০১৭ সাল থেকে কার্যকর করা হয়েছে। ফলে সত্যিকার অর্থে বাজেট নিয়ে হিমশিম খাচ্ছে সিটি।

এদিকে পার্কিং টিবেট, বিল্ডিং ডিপার্টমেন্ট এর ভায়েলেশানের কারনৈ জরিমানা সহ অন্যান্য পাওনা বাবদ প্রায় ২ বিলিয়ন ডলার এখনো অনাদায় রয়ে গেছে নিউইয়র্ক সিটি। এর মধ্যে পার্কিং ভায়োলেশানের টিকেট বাবদ প্রায় ১ বিলিয়ন ডলার, ১৫০ মিলিয়ন ডলােরের প্রপার্টি ট্যাক্স, বিল্ডিং ডিপার্টমেন্ট এর ভায়েলেশান বাবদ ৬২৭ মিলিয়ন ডলার অনাদায় রয়েছে।

বেলী / পরিচয়

শেয়ার করুন