নাটকে অভিনয় করছেন না আফরান নিশো ও মেহজাবীন জুটি। তাদের মনোযোগ এখন ওটিটি কন্টেন্টে। আগামী ১৬ নভেম্বর নতুন একটি ওটিটি কন্টেন্ট মুক্তি পাচ্ছে এই জুটির। ‘নীল জলের কাব্য’ শিরোনামের ওই ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন শিহাব শাহীন।
আইস্ক্রিনে মুক্তি পাবে ফিল্মটি। মুক্তি উপলক্ষে আইস্ক্রিন কর্তৃপক্ষ একটি পোস্টার প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, গোধূলি বেলায় সাগর পাড়ে হাতে হাত রেখে বসে দাঁড়িয়ে আছেন নিশো এবং মেহজাবিন। এ ওয়েব ফিল্মটির মাধ্যমে দীর্ঘদিন পর তারা আবার জুটি হিসেবে পর্দায় আসছেন। পরিচালক বলেন, এই কনটেন্ট দর্শক চমৎকার একটি গল্প দেখতে পাবেন। তাছাড়া নিশো-মেহজাবিনের এক শ্রেণির দর্শক আছেন। এরপরেও সাধারণ দর্শক কনটেন্টটি দেখে উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।
নির্মাণ করেছেন শিহাব শাহীন ওয়েব ফিল্মটি প্রসঙ্গে বলেন, একজন মেয়ের সমুদ্র দেখার ফ্যাসিনেশন নিয়ে এই কনটেন্ট। যখন কনটেন্টটির শুটিং হচ্ছিল ওটিটি ওত জনপ্রিয় হয়ে ওঠেনি। এরপর কোভিড আসে। চারবার শুটিং ক্যানসেল করতে হয়। পরে আইস্ক্রিনের উদ্যোগে একটি ওয়েব ফিল্ম হিসেবে নির্মাণ করা হয়। সূত্র : সমকাল