দক্ষিণ কোরিয়ায় সন্তান জন্ম দিলেই সাড়ে ১০ হাজার মার্কিন ডলার প্রণোদনা পাবেন নতুন বাবা-মা। দেশটিতে জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় এ ধরনের প্রণোদনা ঘোষণা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১ লাখ ১৬ হাজার ৯৪৫ টাকা। বুধবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, ২০২২ সাল থেকে দক্ষিণ কোরিয়ায় প্রসবের পর মায়েদের ১ হাজার ৫১০ ডলার প্রণোদনা দেওয়া হয়েছে, যা ইউরোপের অনেক দেশের চেয়েও বেশি।
পরিবারগুলোকে শিশুর এক বছর বয়স পর্যন্ত ৫২৮ ডলার এবং দুই বছর বয়স পর্যন্ত ২৬৪ ডলার প্রদান করা হয়। বর্তমানে এটি বাড়িয়ে ৭৫৫ ডলার ও ৩৭৭ ডলার করা হয়েছে, যা পাওয়া যাবে ২০২৪ সাল থেকে। এছাড়া সন্তান স্কুলে না যাওয়া পর্যন্ত আরও আর্থিক সহায়তা পাবে পরিবারগুলো।
দক্ষিণ কোরিয়ায় বর্তমানে জন্মহার বিশ্বের সর্বনিম্ন। দেশটিতে দিন দিন বয়স্ক মানুষের সংখ্যা বেড়েই চলেছে। অত্যধিক বাড়ি ভাড়া, ঋণের বোঝা এবং সন্তান লালন-পালনের উচ্চ ব্যয়ের কারণে দেশটিতে অনেকেই সন্তান নিতে আগ্রহী নন। বিশ্লেষকরা এ ধরনের পরিস্থিতির জন্য জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়কে দায়ী করছেন।