নিউইয়র্ক     সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শীর্ষ পদে শ্বেতাঙ্গ পুরুষ ছাড়াই মন্ত্রিসভা গঠন করলেন লিজ ট্রাস

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ১১:৫৪ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ১১:৫৪ পূর্বাহ্ণ

ফলো করুন-
শীর্ষ পদে শ্বেতাঙ্গ পুরুষ ছাড়াই মন্ত্রিসভা গঠন করলেন লিজ ট্রাস

দায়িত্ব নেয়ার পর খুব দ্রুতই নিজের মন্ত্রিসভা ঢেলে সাজালেন যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাস। বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভার বেশিরভাগ মন্ত্রীকে বাদ দিয়েছেন ট্রাস। ঠাঁই দিয়েছেন নিজের দীর্ঘদিনের ঘনিষ্ঠজনদের। অভূতপূর্ব ঘটনা হচ্ছে, ট্রাসের মন্ত্রিসভায় প্রভাবশালী পদগুলোতে জায়গা পাওয়াদের মধ্যে অশ্বেতাঙ্গই বেশি।

নির্বাচিত হওয়ার পর মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলে গিয়ে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেন লিজ ট্রাস। রানি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ট্রাসকে সরকার গঠনের অনুমোদন দেন। এরপরই তিনি মন্ত্রিসভা গঠনে হাত দেন। লিজ ট্রাস নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ঘানায়ীয় বংশোদ্ভূত বংশদ্ভুত কোয়াসি কোয়ার্টেং। এর ফলে দেশের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী পেল ব্রিটেন।

এদিকে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ভারতীয় বংশোদ্ভূত সুয়েলা ব্র্যাভারম্যান। তিনি প্রীতি প্যাটেলের স্থলাভিষিক্ত হলেন। তার বাবা-মা প্রায় ছয় দশক আগে কেনিয়া ও মরিশাস থেকে যুক্তরাজ্যে বসত গড়েছিলেন। কিন্তু সুয়েলার মা-বাবা দুইজনই ভারতীয় বংশোদ্ভূত। তার মা উমা তামিল হিন্দু এবং তার বাবা ক্রিস্টি ফার্নান্ডেজ়ের পরিবার গোয়ায় বসবাস করত। অন্যদিকে প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রীও পেয়েছে যুক্তরাজ্য। লিজ ট্রাস গুরুত্বপূর্ণ এই পদে নিয়োগ দিয়েছেন জেমস ক্লেভারলিকে। জেমসের মা সিয়েরা লিওনের হলেও,তার বাবা শ্বেতাঙ্গ।

বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রাক্তন সমতা মন্ত্রী নাইজেরীয় বংশোদ্ভূত কেমি ব্যাডেনোচ। পরিবেশ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন রনিল জয়াবর্ধনে। তার মা ভারতীয় এবং বাবা শ্রীলঙ্কান। ট্রাসের মন্ত্রিসভায় উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তার দীর্ঘদিনের বন্ধু থেরেসি কফে। একই সঙ্গে দেশের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও সামলাবেন থেরেসি।

যুক্তরাজ্যের নতুন ব্যবসা, জ্বালানি ও শিল্প কৌশল মন্ত্রী হিসেবে জ্যাকব রিস-মগকে দায়িত্ব দিয়েছেন ট্রাস। সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মিশেল ডনেলান। আন্তঃসরকারি সম্পর্ক ও সমতাবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ইরাকি বংশোদ্ভূত নাদিম জাহাউই । লেভেলিং আপ মন্ত্রী সাইমন ক্লার্ক।

এছাড়া শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন কিট মল্টহাউস। প্রতিরক্ষামন্ত্রীর পদ পেয়েছেন বেন ওয়ালেস। কর্ম ও পেনশন মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ক্লোয়ে স্মিথ, পরিবহন মন্ত্রী অ্যান-মারি ট্রেভেলিয়ান ও বিচার মন্ত্রী হয়েছেন ব্র্যান্ডন লুইস। সশস্ত্র বাহিনী মন্ত্রী হয়েছেন জেমস হেপ্পি, জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন গ্রাহাম স্টুয়ার্ট এবং এডওয়ার্ড আরগার হয়েছেন নতুন পেমাস্টার জেনারেল।

ট্রাসের মন্ত্রীসভায় উত্তর আয়ারল্যান্ড বিষয়কমন্ত্রী হিসেবে ক্রিস হিটন-হ্যারিস, স্কটল্যান্ড বিষয়কমন্ত্রী অ্যালিস্টার জ্যাক এবং ওয়েলস বিষয়কমন্ত্রী স্যার রবার্ট বাকল্যান্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে।
টোরি চেয়ারম্যান ও দপ্তরবিহীন মন্ত্রী হয়েছেন জেক বেরি। প্রথম কনজারভেটিভ নারী চিফ হুইপ হয়েছেন ওয়েন্ডি মর্টন৷ এদিকে সিওপি প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অলোক শর্মা। এছাড়া হাউজ অব কমনসের নেতা হয়েছেন পেনি মর্ডান্ট এবং লর্ডদের নেতা হয়েছেন লর্ড ট্রু। সূত্র: বিবিসি
পরিচয়/এমউএ

শেয়ার করুন