এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবের সাথে তাজমহল দেখার স্মৃতিচারণা করে পোস্ট করলেন অভিনেত্রী শবনম বুবলী। বিয়ের খবর সামনে আসার পর একে অন্যের বিরুদ্ধে অভিযোগ-পাল্টা অভিযোগ সবকিছুকে ছাপিয়ে তাদের সম্পর্কে বরফ গলতে শুরু করেছে।

এমনই ইঙ্গিত মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে শবনম বুবলীর করা এই পোস্টে।

গতকাল সোমবার (২১ নভেম্বর) রাত ৮টার পর ফেসবুকে একটি ছবি পোস্ট করে বুবলী লিখেছেন, ‘যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এটি সম্রাট শাহজাহান এবং মমতাজ এর শোবার ঘর। বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে। খুব প্রিয় একটি ছবি এটি আমার।’

এরপর ভালোবাসার ইমো জুড়িয়ে দিয়ে তিনি লেখেন, ‘খুব প্রিয় একটি ছবি এটি আমার…’