নিউইয়র্ক     শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শাকিবের আগমন: বিমানবন্দরে অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২ | ১২:৫৮ অপরাহ্ণ | আপডেট: ১৭ আগস্ট ২০২২ | ১২:৫৮ অপরাহ্ণ

ফলো করুন-
শাকিবের আগমন: বিমানবন্দরে অপু বিশ্বাস

দীর্ঘ ৯ মাস পর ঢাকা ফিরেছেন দেশের শীর্ষ নায়ক শাকিব খান। আজ বুধবার (১৭ আগস্ট) বেলা ১২টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। এ সময় তাকে বরণ করতে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত। ঠিক সেই সময় বিমানবন্দরে নায়িকা অপু বিশ্বাসও অবস্থান করছিলেন।

অনেকে হয়তো ভাবতে পারেন, শাকিব খানকে রিসিভ করতেই অপুর বিমানবন্দরে গিয়েছেন। বিষয়টি জানতে চাইলে অপু বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘আমি বিমানবন্দরে আছি। ওপার বাংলার ‘আজকের শর্টকাট’ সিনেমার প্রচারে অংশ নিতে কলকাতা যাচ্ছি। আগামী ২৫ আগস্ট ঢাকা ফিরবো। আমি সব সময় চেষ্টা করি সিনেমার প্রচারে অংশ নিতে। তাছাড়া এটি আমার প্রথম কলকাতার সিনেমা। আশা করছি সিনেমাটি দেখে দর্শকদের ভালো লাগবে।’

‘আজকের শর্টকাট’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হতে যাচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাসের। খুব শিগগির মুক্তি পাবে অপুর এই সিনেমা। জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতার লেখা গল্প নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন সুবীর মণ্ডল। সিনেমাটিতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী। এছাড়া আরও অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, চন্দন সেন, শঙ্কর দেবনাথ, রাজশ্রী ভৌমিক, বিশ্বনাথ বসুসহ অনেকেই।

এদিকে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনা করছেন অপু বিশ্বাস। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানের সিনেমা ‘লাল শাড়ি’ প্রযোজনা করছেন তিনি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস।
পরিচয়/এমউএ

শেয়ার করুন