নিউইয়র্ক     শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শর্ত ভঙ্গের অভিযোগে লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

পরিচয় ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২২ | ১১:১০ পূর্বাহ্ণ | আপডেট: ৩১ জুলাই ২০২২ | ১১:১০ পূর্বাহ্ণ

ফলো করুন-
শর্ত ভঙ্গের অভিযোগে লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

ইউরোপের দেশ লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়ার জ্বালানি খাতের প্রতিষ্ঠান গ্যাজপ্রম। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, গ্যাস কেনার শর্ত ভঙ্গের অভিযোগ এনে ইউরোপের দেশ লাটভিয়ায় গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে গ্যাজপ্রম। তবে চুক্তির কোন বিষয়টি ভঙ্গ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রতিবেশী দেশ রাশিয়ার ওপর প্রাকৃতিক গ্যাস আমদানিতে অনেকখানিই নির্ভরশীল লাটভিয়া। তবে লাটভিয়ার সরকার দাবি করেছে, গ্যাজপ্রমের এই সিদ্ধান্তের ফলে বড় কোনো প্রভাব পড়বে না।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, লাটভিয়া ছাড়াও ইউরোপের আরও বেশ কয়েকটি দেশে গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া। দেশগুলো হলো পোল্যান্ড, বুলগেরিয়া, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস ও ডেনমার্ক।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুলাই নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের একটি টারবাইনে কাজ করার জন্য জার্মানিতে গ্যাস সরবরাহ কমানোর ঘোষণা দেয় গ্যাজপ্রম। ইউরোপীয় ইউনিয়নের অভিযোগ, জ্বালানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া।

শেয়ার করুন