ব্যক্তিগত স্তরে জ্বালানি সাশ্রয়ের ভাবনা অনেকের জন্যই অস্বস্তির বিষয়৷ স্কটল্যান্ডের এক ক্লাব গ্রাহকদের পরিবেশ সংরক্ষণে অবদান রাখার অভিনব সুযোগ করে দিচ্ছে৷ ক্লাবের জ্বালানির ব্যবহারও কমে চলেছে৷ গ্লাসগো শহরের ‘এসডাব্লিউজিথ্রি’ ক্লাব পার্টির অতিথিদের শরীরের উত্তাপ সংরক্ষণ করে পুনর্ব্যবহার করে৷ ‘বডিহিট’ নামের প্রণালীর আওতায় ডান্স ফ্লোরকে ছোটখাটো জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরিত করা হয়৷ প্রত্যেক মানুষের অবদান দেড়শো থেকে সাড়ে চারশো ওয়াট৷
২০২২ সাল থেকে ক্লাবটি সারাদিন ধরে সেই জ্বালানি ব্যবহার করে৷ জীবাশ্মভিত্তিক জ্বালানির মাত্রা শূন্যে নিয়ে আসাই ক্লাবের লক্ষ্যমাত্রা৷ ক্লাবের অপারেশনস ম্যানেজার বব জাভাহেরি বলেন, ‘‘আমরা উত্তাপের ফলে সৃষ্টি হওয়া শক্তি ধারণ করে কাজে লাগানোর চেষ্টা করছি৷ সেই শক্তি সংরক্ষণ করে সেটি দিয়ে সরাসরি বা পরে কোনো সময়ে হিটিং বা এয়ার-কন্ডিশনিং করার চেষ্টা করছি৷ এভাবে নিজেদের এনার্জি ফুটপ্রিন্ট এবং বিদ্যুতের ব্যবহার কমাতে চাই৷ সেইসঙ্গে গ্যাসের ব্যবহার পুরোপুরি বন্ধ করে দিতে চাই৷’’ সিলিংয়ে বসানো বিশেষ ফ্যান তিনটি ডান্সফ্লোর থেকে উষ্ণ বাতাস শুষে নেয়৷ তারপর হিট পাম্প সেই শক্তি এক ধরনের তরলের মাধ্যমে উঠানে পাঠিয়ে দেয়৷ দুটি একশো মিটার গভীর গর্তে সেই তরল সংরক্ষণ করা হয় এবং পরে সেটির উত্তাপ ব্যবহার করা হয়৷
এমন উদ্ভাবন সত্যি অনবদ্য৷ জ্বালানি ক্ষেত্রের ইঞ্জিনিয়ার হিসেবে ডেভিড টাউন্সএন্ড তিন বছর ধরে সেটি সৃষ্টি করেছেন৷ টাউনরক এনার্জি কোম্পানির প্রতিষ্ঠাতা হিসেবে তিনি এই প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, ‘‘এক মিনিট বা তারও কম সময়ে সিলিংয়ের বাক্স থেকে উত্তাপ সরাসরি গর্তে চলে যায়৷ সেই উত্তাপ প্রয়োজনমতো সময়ে ধারণ করা যায়৷ যেমন রাতে উত্তাপ ভরে দিনের বেলায় সেটা বার করতে পারি৷ অথবা গ্রীষ্মে আমরা অনেক পরিমাণ উত্তাপ সঞ্চয় করে শীতে তা ব্যবহার করতে পারি৷ অর্থাৎ সংরক্ষণের সময়কাল প্রয়োজন অনুযায়ী মানিয়ে নিতে পারি৷’’
কিন্তু সেই প্রণালী কত পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড কমাতে পারে এবং আদৌ কতটা টেকসই? ডেভিড টাউন্সএন্ড বলেন, ‘‘হিট পাম্প সত্যি খুব দক্ষতার সঙ্গে কাজ করে৷ তাছাড়া সামান্য পরিমাণ বৈদ্যুতিক শক্তি দিয়ে অনেক হিটিং বা কুলিং করা সম্ভব৷ অর্থাৎ, হিটিং সিস্টেম থেকে গ্যাস বয়লার সরিয়ে আমরা বছরে ৭০ টন কার্বন-ডাই-অক্সাইড সাশ্রয় করছি৷ বিদ্যুৎ গ্রিড থেকে আসে৷ কিন্তু এই ক্লাব ১০০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য উৎস থেকে বিদ্যুতের ট্যারিফ বেছে নিয়েছে৷ ফলে বিদ্যুৎ শুধু পুনর্ব্যবহারযোগ্য উৎস থেকেই আসছে৷ স্কটল্যান্ডে এমন বৃষ্টির দিনে সেই বিদ্যুৎ বায়ুশক্তির মাধ্যমে উৎপাদিত হয়৷’’
প্রায় সাত লাখ ইউরো মূল্যের ‘বডিহিট’ প্রণালী বসানোর খরচ মোটেই কম নয়৷ তা সত্ত্বেও অন্যান্য ক্লাবও সেই পথে অগ্রসর হতে চাইছে৷ অপারেশনস ম্যানেজার হিসেবে বব জাভাহেরি মনে করেন, ‘‘বর্তমানে সবার কাছেই টেকসই প্রক্রিয়া সত্যি গুরুত্বপূর্ণ৷ শিল্পক্ষেত্রে সাস্টেনেবিলিটির পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে টিকে থাকার উপায় ভাবতে হবে৷ আমাদের জ্বালানির ব্যবহার কমাতে হবে, সেই দিশায় আরও এগিয়ে যেতে হবে৷ ‘বডি হিট’-এর সুন্দর বিষয় হলো, গ্রাহকদের সেই কাজে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং তাদের নতুন করে কিছুই করতে হচ্ছে না৷ তারা ক্লাবে এসে নেচে আনন্দ পেলেই চলবে৷ তারা সক্রিয়ভাবে এমন পরিবেশে জ্বালানির ব্যবহার কমাতে অবদান রাখছেন৷’’ পরিবেশ সংরক্ষণ যে বেশ আমোদ দিতে পারে, স্কটল্যান্ডের এই ক্লাব পথপ্রদর্শক হিসেবে তা দেখিয়ে দিচ্ছে৷ যত উদ্দাম নৃত্য চলবে, পৃথিবীর ততই উপকার হবে৷
এসএ/এমএএস/এমউএ/টিএ/পরিচয়