নিউইয়র্ক : আগামি ৭ নভেম্বর রোববার থেকে শুরু হচ্ছে ডেলাইট সেভিং টাইম। ৬ নভেম্বর শনিবার দিবাগত রাত ২ টার সময় ঘড়ির কাঁটা ১ টায় পিছিয়ে দিতে হবে।
যুক্তরাষ্ট্রে ‘ডেলাইট সেভিং টাইম’ পদ্ধতি প্রথম শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে। বছরের দুইবার ঘড়ির কাঁটা পরিবর্তন করা হয়। একটি শীতকালে, যখন দিনের দৈর্ঘ ছোট হয়ে আসে, এ সময় ঘড়ির কাঁটা এক ঘণ্টা কমিয়ে দেয়া হয় এবং গ্রীষ্মে ঠিক উল্টোভাবে এগিয়ে দেয়া হয় এক ঘণ্টা। মূলত প্রাকৃতিক আলোকে আরো কার্যকর ব্যবহার নিশ্চিত করতেই এ পন্থা অনুসরণ করা হয়।