পরিচয় রিপোর্ট: শনিবার ১২ মার্চ দিবাগত রাত ২ টার সময় ঘড়ির কাঁটা সামনের দিকে ১ ঘন্টা এগিয়ে আনতে হবে। দিনের আলো কাজে লাগাতে যুক্তরাষ্ট্রের কয়েকটি ষ্টেটে এভাবে ঘড়ির কাঁটা এগিয়ে আনা হয় মার্চ মাসের ২য় শনিবার দিবাগত রাতে। তবে দুটি ষ্টেট আরিজোনা এবং হাওয়াই ডে-লাইট সেভিংস টাইম অনুসরন করেনা।
সোস্যাল শেয়ার :