ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর দ্বিতীয় সিজনের বিশেষ আকর্ষণ অনন্যা পাণ্ডে এবং শানায়া কাপুর। সম্প্রতি এক পর্বে অনন্যার মা-বাবা ভাবনা পাণ্ডে এবং চাঙ্কি পাণ্ডেকে তাদের বিয়ের প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করতে দেখা যায়। সব মিলিয়ে ফের বিয়েবাড়ির আমেজ। কথায় কথায় স্বাভাবিকভাবেই এসে পড়ল নতুন প্রজন্মের বিয়ের প্রসঙ্গ।
অনন্যা না শানায়া, কার বিয়ে আগে হবে? জিজ্ঞেস করতেই মাহদীপ কন্যা শানায়া বলে উঠলেন, ‘আমি জানি, অনন্যা আগে বিয়ে করবে।’ সে কথায় রীতিমতো খুশিই হলেন ‘লাইগার’ অভিনেত্রী। বোঝালেন তিনি এখনই রাজি। শানায়া তখন আর এক বন্ধু সুহানা খানের কথাও মনে করেন। তিনি বলেন, ‘আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব। কিন্তু দেরি আছে। আগে অনন্যা। তার পর সুহানা লাইনে আছে।’
শানায়া বলেন, তিনি সাবেকি রীতিতে বিয়ে করতে চান। তখন অনন্যা ইচ্ছা প্রকাশ করেন জাঁকজমক নিয়ে। অনন্যা বলেন, ‘আমি তিন দিন ধরে বিয়ে চাই। মনে হবে যেন উৎসব হচ্ছে।’ শশাঙ্ক খৈতানের ‘বেধাদক’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন শানায়া। অনন্যাকে শেষ দেখা গিয়েছিল পুরী জগন্নাধের ‘লাইগার’-এ। এরপরে অনন্যা ‘খো গে হাম কাহাঁ’-এ অভিনয় করবেন। অন্যদিকে, জোয়া আখতারের ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশের জন্য প্রস্তুত সুহানা।
পরিচয়/এমউএ