প্রাণঘাতী হামলায় থেমে যাওয়া ইসলামাবাদ অভিমুখী লং মার্চ শুরুর ঘোষণা দিয়ে দেশবাসীকে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে, নতুন সেনাপ্রধান নিয়োগের বিষয়ে নওয়াজ শরীফের সাথে আলোচনা করতে লন্ডন গেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
বুধবার (৯ নভেম্বর) ভিডিও বার্তায় পাকিস্তান তেহরিক-ই ইনসাফ প্রধান ইমরান জানান, হামলার ঘটনাস্থল পাঞ্জাবের ওয়াজিরাবাদ থেকে লং মার্চ আবার শুরু হবে। তিনি যোগ দেবেন স্থানীয় সময় বিকাল চারটায়।
দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠকে পর ইমরান খান আরও জানান, মেজর জেনারেল ফয়সালের সাথে আরেক সেনা কর্মকর্তা ৩ নভেম্বর দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হামলার প্রক্রিয়া তদারকি করেছেন। ওই কর্মকর্তার নাম শিগগিরিই প্রকাশের আভাস দিয়েছেন তিনি।
এদিকে, রাজনৈতিক এই সংকটের মধ্যে যুক্তরাজ্য সফরে গেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। লন্ডনে নওয়াজ শরীফের সাথে বৈঠকের পর তিনি জানান আলোচনা হয়েছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের দুই শীর্ষ নেতার বৈঠকে নতুন সেনাপ্রধান নির্বাচনের বিষয় স্থান পেয়েছে বলেও স্বীকার করেন তিনি। এপ্রিলে ক্ষমতা গ্রহণের পর এনিয়ে তিনবার লন্ডন সফরে গেলেন শাহবাজ।