প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২২ | ১১:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২২ | ১২:১৩ অপরাহ্ণ
ফলো করুন-
নিউইয়র্ক : এখন থেকে বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে ফি দিতে হবেনা প্রবাসী বাংলাদেশীদের। সানম্যান এক্সপ্রেস সকল শাখা থেকে গ্রাহকরা এই সুবিধা পাবেন।
সানম্যান এক্সপ্রেস গত ২৫ বছর বাংলাদেশে টাকা পাঠিয়ে আসছে। বাংলাদেশের ৯টি ব্যাংকের সাথে সানম্যানের রেমিট্যান্স পার্টনার আছে।
ব্যাংকগুলো হচ্ছে, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, অগ্রনী ব্যাংক, উত্তরা ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক লিমিটেড, সাউথইস্ট ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এই ব্যাংকগুলোর সকল শাখা, উপশাখা এবং এজেন্ট লোকেশন থেকে গ্রাহকরা ভোটার আইডি দিয়ে ক্যাশ পিকআপ টাকা উত্তোলন করতে পারবেন। এছাড়া বাংলাদেশে সকল ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারবেন। সানম্যান থেকে গ্রাহকরা বৈধ পথে ভালো রেটে বিকাশ এবং উপায় থেকে ২.৫% প্রণোদনাসহ টাকা পাঠাতে পারবেন।
এছাড়া সানম্যানের মাধ্যমে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে টাকা পাঠালে গ্রাহকরা অতিরিক্ত .৫০% ভাগ বেশী প্রণোদনা পাবেন, পাশাপাশি থাকছে বিশেষ উপহার।
সানম্যান এর সি,ই,ও মাসুদ রানা তপন বলেন, বৈধপথে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে সানম্যান বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তারাই ধারাবাহিকতায় সানম্যান এর সকল শাখা থেকে রেমিট্যান্স পাঠাতে কোন ফি লাগছেনা। তিনি প্রবাসী সবাইকে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে অনুরোধ জানান। -প্রেস বিজ্ঞপ্তি