ইউক্রেনে নতুন বছরের প্রথম দিন চালানো রুশ হামলাকে ‘কাপুরুষোচিত’ হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র। টুইটারে দেওয়া পোস্টে এ ঘটনার নিন্দা জানিয়েছেন ইউক্রেনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রিজেট ব্রিঙ্ক। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ব্রিজেট ব্রিঙ্ক বলেন, নতুন বছরের প্রত্যুষে ঠাণ্ডা মথায় ইউক্রেনে কাপুরুষোচিত হামলা চালিয়েছে রাশিয়া। কিন্তু পুতিন এখনও বুঝতে পারছেন না যে, ইউক্রেনীয়রা লোহার মতো শক্তিশালী।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়াকে ধ্বংস করে দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নতুন বছরের প্রথম নিয়মিত ভাষণে তিনি বলেছেন, ‘আপনাদের নেতা দেখাতে চান যে তিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং সামরিক বাহিনী তার পেছনে রয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি লুকিয়ে আছেন। পুতিন তার সামরিক বাহিনী, ক্ষেপণাস্ত্র, বাসস্থান এবং প্রাসাদের দেয়ালের আড়ালে লুকিয়ে রয়েছেন।’ ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, পুতিন আপনার পেছনে লুকিয়ে আছেন। আপনাদের দেশ ও ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছেন।