নিউইয়র্ক     বৃহস্পতিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ  | ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার বিমানঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২২ | ১২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১০ আগস্ট ২০২২ | ১২:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার বিমানঘাঁটিতে বিস্ফোরণ, নিহত ১

রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার বিমানঘাঁটিতে কয়েক দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৯ আগস্ট) নোভোফেদোরিভকার স্যাকি নামক ঘাঁটিতে ওই বিস্ফোরণে অন্তত একজন প্রাণ হারিয়েছেন।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ধারাবাহিক বিস্ফোরণের ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এটিকে হামলা বলতে নারাজ পুতিন প্রশাসন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গোলাবারুদের গুদাম থেকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে সঠিকভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।
রাশিয়ার নিয়োজিত ক্রিমিয়ার প্রশাসনও বলছে, স্যাকি সামরিক ঘাঁটির বিস্ফোরণের সঙ্গে ইউক্রেনের কোনো যোগসূত্র নেই। তবে এ বিষয়ে ইউক্রেনীয় সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো বিবৃতি আসেনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার স্থানীয় সময় বেলা ৩টা ২০ মিনিট নাগাদ বিমানঘাঁটি এলাকায় অন্তত ১২টি বিস্ফোরণ হয়। এতে কেঁপে ওঠে পুরো এলাকা, জনমনে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ক্রিমিয়ায় রুশ দখলদারদের উপস্থিতি ইউরোপের পাশাপাশি বিশ্বের জন্য হুমকি। যত দিন ক্রিমিয়া বেদখল থাকবে, তত দিন এই অঞ্চল নিরাপদ হতে পারবে না। সূত্র : বিবিসি
পরিচয়/এমউএ

শেয়ার করুন