ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সমরাস্ত্র ফুরিয়ে এসেছে বলে দাবি করেছেন ব্রিটিশ গোয়েন্দা বাহিনীর প্রধান স্যার জেরেমি ফ্লেমিং। ব্রিটেনের সাইবার গোয়েন্দা ইউনিটের (জিসিএইচকিউ) প্রধান জেরেমি ফ্লেমিং মঙ্গলবার এ মন্তব্য করেছেন। খবর আনাদোলুর।
তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে ক্রমেই পুতিনের ব্যর্থতার চিত্র ফুটে উঠছে। এতে নিজ দেশেই কঠিন সমালোচনার মধ্যে পড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। লন্ডনে মঙ্গলবার রয়্যাল ইউনিট সার্ভিস ইনস্টিটিউট (আরইউএসআই) আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ব্রিটেনের সাইবার গোয়েন্দ্রা ইউনিটের প্রধান।
জেরেমি ফ্লেমিং বলেন, ইউক্রেনে রুশ সেনারা এখন রণক্লান্ত, অবসাদগ্রস্ত। নতুন করে যেসব রুশ সেনা ইউক্রেনে পাঠানো হচ্ছে, তারা বেশ অনভিজ্ঞ। তার দাবি, সাধারণ রুশ নাগরিকরা এখন দেশ ছেড়ে পালাচ্ছেন। তারা যুদ্ধের পরিণাম আঁচ করতে পেরে আগভাগেই রাশিয়া ছাড়ছেন।
এদিকে ক্রিমিয়ার সেতুতে হামলার পর ইউক্রেনে গত সোমবার থেকে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে রাশিয়া। এ পর্যন্ত ১৯ বেসামরিক লোক নিহত এবং শতাধিক লোক আহত হয়েছেন।
পরিচয়/সোহেল