নিউইয়র্ক     শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়াকে সমীচীন জবাব দেওয়ার হুশিয়ারি ন্যাটোর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২ | ০৫:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ১২ অক্টোবর ২০২২ | ০৫:০৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাশিয়াকে সমীচীন জবাব দেওয়ার হুশিয়ারি ন্যাটোর

ন্যাটো জোটভুক্ত কোনো দেশে রাশিয়া কর্তৃক আক্রান্ত হলে সমুচিন জবাব দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ। মঙ্গলবার এমন হুশিয়ারি দিয়েছেন সামরিক জোট ন্যাটোর প্রধান। খবর রয়টার্সের।

ন্যাটোর মহাসচিব বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের গতি আছে। যত সময় ব্যয় হোক না কেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে বিজয়ে ইউক্রেনের সঙ্গে থাকবে ন্যাটো। এ ছাড়া যুদ্ধক্ষেত্রে হেরে রাশিয়া ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের পাঁয়তারা করে কিনা সেদিকেও ন্যাটো খেয়াল রাখছে বলে তিনি জানান।

যদিও ন্যাটো মহাসচিব জানিয়েছেন, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে এমন কোনো লক্ষণ মিত্র দেশের সেনারা দেখতে পাননি। নিয়মিত সামরিক মহড়া বাতিল না করার প্রসঙ্গেও কথা বলেছেন তিনি।

স্টোলেনবার্গ বলেন, এখনই সময় এটি নিশ্চিত ও পরিষ্কার করার যে, ন্যাটো তার সব সদস্য ও মিত্রদের রক্ষা করবে। যদি পূর্ব নির্ধারিত কোনো মহড়া বাতিল করা হয়, তবে তা ভুল বার্তা দেবে। দীর্ঘমেয়াদি পরিকল্পিত মহড়া ইউক্রেন যুদ্ধের কারণে বাতিল করা ঠিক হবে না।

পরিচয়/সোহেল

শেয়ার করুন