নিউইয়র্ক     রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ  | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়ার হাতে ৬০০ সেনা হত্যার বিষয় যা বলল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩ | ০৩:৫৫ পূর্বাহ্ণ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ০৩:৫৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাশিয়ার হাতে ৬০০ সেনা হত্যার বিষয় যা বলল ইউক্রেন

৬০০ সেনা হত্যার যে দাবি রাশিয়া করেছে, তা প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। হামলায় এই সেনাদের হত্যার দাবিকে অপপ্রচার বলে আখ্যা দিয়েছে দেশটি। রোববার রাতে এক সাক্ষাৎকারে ইউক্রেনের সামরিক বাহিনীর মুখপাত্র সেরহিই চেরেভাতি এ কথা বলেন। খবর বিবিসির।

তিনি বলেন, এটি রাশিয়ার আরেকটি অপপ্রচার। এর আগে মস্কো কোনো প্রমাণ দাখিল ছাড়াই দাবি করে, পশ্চিমের শহর ক্রামাতোরস্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের ৬০০ সেনা হত্যা করা হয়েছে।

মস্কো বলেছে, নতুন বছরের প্রাক্কালে রাশিয়ার সেনাঘাঁটিতে ইউক্রেনের হামলায় সেনাদের নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নতুন এই হামলা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, একটি অস্থায়ী ঘাঁটিতে হামলা চালিয়ে তারা ৬০০ সেনা হত্যা করেছে। দুইটি ভবনে ইউক্রেনের ১৩০০ সেনা ছিল।

মাকিভকাতে ৮৯ রাশিয়ার সেনা নিহতের ঘটনার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সে সময় ইউক্রেন দাবি করে, তাদের হামলায় রাশিয়ার ৪০০ সেনা নিহত বা আহত হয়েছেন।

শেয়ার করুন